নির্বাচনের সময় নিয়ে ইঙ্গিত দিলেন উপদেষ্টা আসিফ নজরুল
- By Jamini Roy --
- 18 October, 2024
আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আগামী বছরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হতে পারে, তবে এতে অনেক ফ্যাক্টর রয়েছে যা বিবেচনায় নেওয়া দরকার। তিনি এটি তাঁর প্রাথমিক অনুমান বলেও উল্লেখ করেছেন।
গত বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আসিফ নজরুল। নির্বাচনের সময় সম্পর্কে তিনি বলেন, "আমার কাছে মনে হয়, আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা হয়তো সম্ভব হতে পারে। তবে অনেক ধাপ রয়েছে, যা সম্পন্ন করতে হবে।"
আসিফ নজরুল আরও জানান, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য আগে সার্চ কমিটি প্রয়োজন, যা পিএসসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত হবে। এর পর ভোটার তালিকা হালনাগাদ করা হবে, যা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার আদেশে নয়, বরং নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকা তৈরি করা হবে।
আসিফ নজরুল নির্বাচন কমিশনের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, "কেউ ভুয়া নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হোক তা চায় না। নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর প্রথম কাজ হবে সঠিক ভোটার তালিকা তৈরি করা।"
অনুষ্ঠানে আসিফ নজরুল আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দ্রব্যমূল্য নিয়েও আলোচনা করেছেন তিনি। নিজের ক্ষমতা সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেন, তাঁর ক্ষমতা উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মতোই সমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি যৌক্তিকভাবে কাজ করে যাচ্ছেন।