Logo

আন্তর্জাতিক    >>   কমলা হ্যারিসের ফক্স নিউজ সাক্ষাৎকারে বাইডেনের তুলনায় ভিন্ন নেতৃত্বের ঘোষণা, উত্তপ্ত বিতর্কে ট্রাম্পের সমালোচনা

কমলা হ্যারিসের ফক্স নিউজ সাক্ষাৎকারে বাইডেনের তুলনায় ভিন্ন নেতৃত্বের ঘোষণা, উত্তপ্ত বিতর্কে ট্রাম্পের সমালোচনা

কমলা হ্যারিসের ফক্স নিউজ সাক্ষাৎকারে বাইডেনের তুলনায় ভিন্ন নেতৃত্বের ঘোষণা, উত্তপ্ত বিতর্কে ট্রাম্পের সমালোচনা

ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে তাঁর কাজের ধরন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে আলাদা হবে। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎকারটি নিয়েছেন ব্রেট বেয়ার, যেখানে অভিবাসন ও লিঙ্গ রূপান্তর বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

সাক্ষাৎকার চলাকালীন সঞ্চালক বারবার কমলার কথা মাঝপথে বাধা দেওয়ায় তিনি বারবার বলেছেন, ‘আমাকে শেষ করতে দিন।’ আধা ঘণ্টার এই সাক্ষাৎকারের একটি উল্লেখযোগ্য অংশে কমলার কাছে তাঁর পূর্বের মন্তব্যগুলো নিয়ে প্রশ্ন করা হয়। তবে কমলা জবাবে স্পষ্টভাবে বলেন, প্রেসিডেন্ট হলে তিনি নতুন ধারণা এবং সজীব নেতৃত্বের প্রতিশ্রুতি নিয়ে কাজ করবেন।

৫৯ বছর বয়সী কমলা হ্যারিস আরও বলেন, ‘আমি নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধিত্ব করছি।’ তিনি ইঙ্গিত দেন যে, তাঁর নেতৃত্ব বাইডেনের থেকে ভিন্ন হবে।

গত জুলাইয়ে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর, কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে প্রার্থী হন। মঙ্গলবার বাইডেনও বলেন, ‘কমলা হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে নিজের রাস্তা নিজে তৈরি করবেন।’

ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের হুমকি নিয়ে সরাসরি আক্রমণ করেন কমলা। ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি মার্কিন জনগণকে তুচ্ছ–তাচ্ছিল্য করে দেখেন এবং অভ্যন্তরীণ শত্রু সম্পর্কে কথা বলেন।’

কমলার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রচার শিবির সাক্ষাৎকারটিকে ‘লাইনচ্যুত’ বলে উল্লেখ করেছে। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, কমলা খেপে গিয়েছিলেন এবং আত্মপক্ষ সমর্থন করে কথা বলেছেন। মার্কিন নাগরিকদের সমস্যাগুলোর দায় তিনি এড়িয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি।

এটি ছিল ফক্স নিউজের সঙ্গে কমলা হ্যারিসের প্রথম সাক্ষাৎকার। নির্বাচনের মাত্র তিন সপ্তাহ বাকি, এবং ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে সাক্ষাৎকারটি কমলার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

সাক্ষাৎকার চলাকালীন সঞ্চালক ব্রেট বেয়ার অবৈধ অভিবাসন এবং সীমান্ত পারাপার নিয়ে কঠোর প্রশ্ন করেন। প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যার প্রসঙ্গ তুলে বেয়ার প্রশ্ন করলে কমলা উত্তপ্ত হয়ে ওঠেন। যদিও সাম্প্রতিক মাসগুলোতে এই সংখ্যা নাটকীয়ভাবে কমেছে, তবে কমলা দাবি করেন, তাঁদের প্রস্তাবিত বিলটি ট্রাম্পের পরামর্শে রিপাবলিকানরা ঠেকিয়ে দিয়েছেন।

সাক্ষাৎকারের শেষ দিকে কমলার কাছে জানতে চাওয়া হয়, কখন তিনি প্রথম টের পেয়েছিলেন যে বাইডেনের মানসিক তীক্ষ্ণতা কমে গেছে। কমলা উত্তরে বিষয়টি এড়িয়ে রিপাবলিকানদের দিকে বিষয়টি ঠেলে দেন এবং বলেন, ‘জো বাইডেন ব্যালটে নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আছেন।’

কমলা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেও, ফক্স নিউজের সঞ্চালকের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় নির্বাচনী লড়াইয়ের প্রেক্ষাপটে বেশ আলোচনার সৃষ্টি করেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert