Logo

সাহিত্য সংস্কৃতি    >>   ইউটিউবের নতুন ফিচার উন্নত মিনি প্লেয়ারসহ একাধিক সুবিধা চালু

ইউটিউবের নতুন ফিচার উন্নত মিনি প্লেয়ারসহ একাধিক সুবিধা চালু

ইউটিউবের নতুন ফিচার উন্নত মিনি প্লেয়ারসহ একাধিক সুবিধা চালু

ইউটিউব তাদের ব্যবহারকারীদের জন্য নতুন মিনি প্লেয়ারসহ আরও কিছু চমকপ্রদ সুবিধা নিয়ে এসেছে। স্মার্টফোনে ভিডিও দেখার সময় অন্যান্য অ্যাপ চালু করলেও পর্দার এক কোণায় মিনি প্লেয়ার স্বয়ংক্রিয়ভাবে চালু হবে, ফলে অন্যান্য কাজ করেও ভিডিও দেখা যাবে। নতুন এই মিনি প্লেয়ারের আকার ছোট-বড় করা ও তার অবস্থান পরিবর্তন করা সহজ। ব্যবহারকারীরা ভিডিও দেখার গতি পরিবর্তন করতে পারবেন, যেকোনো ভিডিওর গতি কম বা বেশি করার সুবিধাও থাকবে।

এছাড়া, নতুন মিনি প্লেয়ার থেকে ১০ সেকেন্ড করে ভিডিও রিউইন্ড বা ফরওয়ার্ড করার সুযোগও যুক্ত করা হয়েছে, ফলে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশগুলো দ্রুত দেখা সম্ভব হবে। মিনি প্লেয়ারের সেটিংস থেকে স্লিপ টাইমারও চালু করা যাবে, যার মাধ্যমে ১০, ১৫, ২০, ৩০, ৪৫ বা ৬০ মিনিট পর ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

ইউটিউব আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যার নাম কলাবরেটিভ প্লেলিস্ট। এর মাধ্যমে ব্যবহারকারীরা লিংক শেয়ার করে বন্ধুদের সঙ্গে যৌথভাবে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। এছাড়া, বিশেষ ব্যাজ যুক্ত হয়েছে, যা শীর্ষ শ্রোতাদের নামের পাশে দেখা যাবে।

ইউটিউবের এই নতুন সুবিধাগুলো ব্যবহারকারীদের জন্য ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert