ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
- By N/A --
- 16 October, 2024
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি ওষুধ কোম্পানির শ্রমিকরা। বুধবার সকাল ৮টা থেকে জেএমআই কোম্পানি লিমিটেডের শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করলে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা ও কুমিল্লা মুখী উভয় লেনেই শত শত গাড়ি আটকা পড়ে আছে।
শ্রমিকদের দাবি, বেতন বৃদ্ধিসহ ২১ দফা দাবি পূরণ করতে হবে। এছাড়া, শ্রমিকদের অভিযোগ, দুই দিন আগে এক অসুস্থ শ্রমিক ছুটি না পাওয়ায় চিকিৎসার অভাবে মারা যান। বিক্ষুব্ধ নারী শ্রমিকরা জানান, অসুস্থতার সময় ছুটি চেয়েও মেলে না। এর ফলে তাঁরা পারিবারিক বিপদের সময় পাশে থাকতে পারেন না।
শ্রমিক আরমান বলেন, "দুদিন আগে আমাদের এক সহকর্মী ছুটি না পেয়ে মারা গেছেন। কারখানায় ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, আর আমি ৯ হাজার টাকা বেতনে সংসার চালাতে পারছি না।"
ঘটনার খবর পেয়ে গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং মালিক পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চালান। তিনি জানান, "শ্রমিকদের শান্ত করতে চেষ্টা করছি, মালিক পক্ষের সঙ্গে কথা বলে মীমাংসার আশ্বাস দিয়েছি, তবে শ্রমিকরা এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।"
শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে।