ভারত-কানাডা কূটনৈতিক উত্তেজনা কূটনীতিক বহিষ্কার
- By Jamini Roy --
- 15 October, 2024
ভারত ও কানাডার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সাম্প্রতিক সময়ে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। কানাডা সরকার অভিযোগ করেছে, সে দেশে অবস্থানরত ভারতীয় কূটনীতিকরা এমন কিছু কর্মকাণ্ডে জড়িত রয়েছেন যা দেশটির নাগরিকদের নিরাপত্তা হুমকিতে ফেলছে। এর জের ধরে দুই দেশই একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে।
সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, দেশটির রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) প্রমাণ পেয়েছে যে ভারতীয় প্রতিনিধিরা কানাডার জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে গোপন তথ্য সংগ্রহ এবং সহিংসতার মতো অপরাধে জড়িত। আরসিএমপি আরও জানায়, এ বিষয়ে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি প্রমাণ শেয়ার করা হয়েছে এবং তদন্তে সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে।
এই অভিযোগের পর ছয়জন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দেয় কানাডা। অন্যদিকে ভারত সরকার এই অভিযোগকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে। নয়াদিল্লি থেকে কানাডার কূটনীতিকদেরও বহিষ্কার করা হয়েছে এবং ভারত থেকে ছয় কানাডীয় কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটছে। কানাডা অভিযোগ করেছে, এ হত্যাকাণ্ডে ভারত সরকারের প্রতিনিধিদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে ভারত এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে আসছে।
দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার ফলে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।