Logo

আন্তর্জাতিক    >>   ইসরায়েল জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর গুলি বন্ধ করুক বাইডেনের আহ্বান

ইসরায়েল জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর গুলি বন্ধ করুক বাইডেনের আহ্বান

ইসরায়েল জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর গুলি বন্ধ করুক বাইডেনের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর গুলি ছোড়া বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এটি একটি ‘সম্পূর্ণ এবং ইতিবাচকভাবে’ করা আহ্বান।

বাইডেনের এ মন্তব্য এমন সময় এসেছে, যখন লেবাননে শান্তিরক্ষীদের ওপর ৪৮ ঘণ্টায় দুটি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর কাজ করা দুই শ্রীলঙ্কান সেনা তাদের সেনাদের গুলিতে আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, নাকুরায় জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর ঘাঁটির আশপাশে কর্মরত আইডিএফ সেনারা বিপজ্জনক চিহ্ন দেখে গুলি চালিয়েছিল। তারা জানিয়েছেন, এ ঘটনার ‘সর্বোচ্চ মাত্রায়’ তদন্ত করা হবে। এর আগে বৃহস্পতিবার, জাতিসংঘের বাহিনীর দুই ইন্দোনেশীয় সেনা একটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে পড়ে আহত হন, যা ইসরায়েলি ট্যাংক থেকে গুলি ছোড়ার পর ঘটে।

এ ঘটনার নিন্দা জানিয়ে ফ্রান্স, ইতালি এবং স্পেন একটি যৌথ বিবৃতি দিয়েছে, যেখানে তারা এ ধরনের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলি বাহিনীর হামলায় নিজেদের দুই সেনার আহত হওয়ার ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান জ্যঁ পিয়েরে ল্যাকরোইক্স জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে সরাসরি জাতিসংঘের অবস্থানস্থলে গুলি ছোড়ার ঘটনায় বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে, তবে তিনি কাউকে দোষারোপ করেননি।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং হিজবুল্লাহ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালাচ্ছে। শুক্রবার, আইডিএফ দাবি করেছে যে, আধা ঘণ্টার মধ্যে লেবানন থেকে তাদের দিকে প্রায় ১০০টি রকেট ছোড়া হয়েছে এবং দুটি চালকবিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত হয়েছে, যার মধ্যে একটি তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিদন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। একইসাথে, দক্ষিণ লেবাননের কাফরা শহরে একটি সেনা চৌকি লক্ষ্য করে হামলায় দুই লেবানিজ সেনাও নিহত হয়েছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert