Logo

আন্তর্জাতিক    >>   বিজেপির হরিয়ানায় হ্যাটট্রিক জয়, জম্মু-কাশ্মীরে পরাজয়ের মুখোমুখি

বিজেপির হরিয়ানায় হ্যাটট্রিক জয়, জম্মু-কাশ্মীরে পরাজয়ের মুখোমুখি

বিজেপির হরিয়ানায় হ্যাটট্রিক জয়, জম্মু-কাশ্মীরে পরাজয়ের মুখোমুখি

ভারতের দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হরিয়ানায় বিজেপি বিজয় অর্জন করলেও জম্মু-কাশ্মীরে তাদের পরাজয় নিশ্চিত করেছে মুসলিম প্রধান জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি)।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, হরিয়ানায় বিজেপি টানা তৃতীয়বারের মতো সরকার গঠনে সফল হয়েছে। এদিকে, জম্মু-কাশ্মীরের ৯০ আসনের মধ্যে ৪৯ আসনে এগিয়ে রয়েছে জেকেএনসি-কংগ্রেস জোট। বিজেপি পেয়ে গেছে ২৯টি আসন।

হরিয়ানার বিজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনন্দিত হলেও জম্মু-কাশ্মীরে পরাজয় তাকে চিন্তায় রেখেছে। কেননা, এই নির্বাচন ছিল ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এর বিরুদ্ধে গণভোটের সমার্থক।

এছাড়া, ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্সের এই জয় বিশ্লেষকদের কাছে 'মহাকাব্যিক' হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে তারা বিজেপির ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণের সমর্থন পেয়ে গেছে।

বিজেপির সরকার গঠন ও জম্মু-কাশ্মীরের নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন মতামত প্রকাশ করছেন। হরিয়ানার বিজয় মোদির কৃতিত্ব হলেও জম্মু-কাশ্মীরের পরাজয় তার নীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert