Logo

আন্তর্জাতিক    >>   পুলিশ সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ এবং পেশাদার সংস্থা গঠন: আইজিপি

পুলিশ সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ এবং পেশাদার সংস্থা গঠন: আইজিপি

পুলিশ সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ এবং পেশাদার সংস্থা গঠন: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং একটি নিরপেক্ষ, পেশাদার সংস্থা হিসেবে গড়ে তুলতে কাজ করছে। বুধবার (১৫ জানুয়ারি) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আইজিপি বাহারুল আলম আরও জানান, পুলিশ সংস্কার কমিশনের উদ্যোগে এই সংস্কার প্রক্রিয়াটি বাস্তবায়নে সবাই একাত্ম। তাঁর মতে, বর্তমান সময়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্য হলো আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

আইজিপি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, "এখন সময় এসেছে সৃজনশীলতার মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শন করার, বিশেষ করে দেশের প্রবাসীদের জানমালের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

এদিনের সমাপনী কুচকাওয়াজে আইজিপি পুলিশ বিভাগের নবীন সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন। তিনি জানান, ২০২৩ সালে ৮২১ জন সাব-ইন্সপেক্টর একাডেমিতে যোগদান করেছিলেন বুনিয়াদি প্রশিক্ষণের জন্য। তবে মাঠ ও ক্লাসে বিশৃঙ্খলার কারণে ৫ আগস্টের পর ৩২১ জন সাব-ইন্সপেক্টরকে অব্যাহতি দেওয়া হয়। অবশিষ্ট ৪৮০ জন সাব-ইন্সপেক্টর ৮টি কন্টিনজেন্টে বিভক্ত হয়ে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

এসময় বেস্ট অ্যাকাডেমিক ক্যাডেট হিসেবে নির্বাচিত হন বদিউজ্জামান, ফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যাডেট আরিফুল ইসলাম। তাদের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি।

এছাড়া, সমাপনী কুচকাওয়াজটি গত বছরের ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা বাতিল করা হয়েছিল।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert