Logo

সাহিত্য সংস্কৃতি    >>   শাহ শহীদুল হক সাঈদের সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত

শাহ শহীদুল হক সাঈদের সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত

শাহ শহীদুল হক সাঈদের সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত

গত ৭ জানুয়ারি, মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহ শহীদুল হক সাঈদ-এর ফান্ড রেইজিং ডিনার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির প্রতিনিধিরা, যারা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ নতুন প্রজন্মের সদস্যদের সমন্বয়ে অংশ নেন।
প্রকৌশলী আব্দুস সোবহানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে শাহ শহীদুল হক সাঈদ তাঁর দীর্ঘ ৪০ বছরের কমিউনিটি সেবার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি নিজেকে কমিউনিটির একজন নিবেদিত প্রাণ সদস্য হিসেবে তুলে ধরে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দেয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
সাঈদ বলেন, “আগামী জুনে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল প্রাইমারিতে সিটি কাউন্সিলম্যান পদে আমাকে নির্বাচিত করার জন্য আমি আপনাদের সমর্থন চাই।” তিনি বলেন, “আমরা এবার জয়ী হওয়ার খুব কাছাকাছি আছি, আর তাই সকলকে তাদের অবস্থান থেকে কাজ করতে হবে। গতবারের নির্বাচনে প্রাপ্ত ভোট আমাদের উৎসাহিত করেছে।” তিনি আরও যোগ করেন, “এই দেশে বিভিন্ন গোত্র, বর্ণ এবং ধর্মের মানুষ বাস করে, আমাদের নিজেদের অবস্থান শক্তিশালী করতে হলে সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। আমি সেই প্রতিনিধি হতে চাই।”
ফান্ড রেইজিং ডিনারে উপস্থিত সকলেই তাদের সাধ্যমত নির্বাচনী তহবিলের জন্য অর্থ প্রদান করেন এবং শাহ শহীদুল হক সাঈদকে পূর্ণ সমর্থন জানান। অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন লায়ন টেরি পালাদিনি, বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স (BARA) USA-এর চেয়ারম্যান নাসির খান পল, আলাউদ্দিন বুলু, জাহাঙ্গীর আলম জয়, প্রকৌশলী আব্দুল খালেক, এডভোকেট রিজওয়ানা রাজ্জাক সেতু, ফারুক হোসেন, তরিকুল ইসলাম বাদল, আব্রাহাম পার্কার, সারওয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আক্তার হোসেন, শাহ ফারুক রহমান, জহিরুল ইসলাম, নূরুজ্জামান সরদার, নাবিল ইসলাম, মিসেস শাহ শহীদুল হক সাঈদ, এবং ফারহান আব্দুর রহমান সহ নতুন প্রজন্মের প্রতিনিধিরা।
এই ডিনার অনুষ্ঠানে বক্তারা সাঈদকে পুরোপুরি সমর্থন জানান এবং তাঁর নির্বাচনী প্রচারণায় সহায়তার আশ্বাস দেন।


এছাড়া, অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ডিনার পরিবেশন করা হয়, যা সবাই আন্তরিকতার সঙ্গে উপভোগ করেন।
উল্লেখযোগ্য যে, ডিস্ট্রিক্ট-২৫ সিটি কাউন্সিল এলাকার অন্তর্গত এলমার্স্ট, জ্যাকসন হাইটস এবং উডসাইড এলাকায় বসবাসকারী ভোটাররা আগামী নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এই ফান্ড রেইজিং ডিনারটি ছিল সাঈদের নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কমিউনিটির মানুষের মধ্যে আরও ব্যাপক সমর্থন অর্জনে সহায়তা করবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert