Logo

আন্তর্জাতিক    >>   ১৫ বছর পর সিরিয়া সফরে লেবানিজ প্রধানমন্ত্রী ও শারার বৈঠক

১৫ বছর পর সিরিয়া সফরে লেবানিজ প্রধানমন্ত্রী ও  শারার বৈঠক

১৫ বছর পর সিরিয়া সফরে লেবানিজ প্রধানমন্ত্রী ও শারার বৈঠক

দীর্ঘ সময়ের শাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়া নতুন নেতৃত্বের অধীনে প্রবেশ করেছে। দেশটির নতুন নেতা আহমেদ আল শারা স্বৈরাচারমুক্ত একটি আধুনিক এবং গ্রহণযোগ্য সিরিয়া গঠনে কাজ করছেন। আসাদের শাসনের অবসানের পর দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়ে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে শারা একের পর এক কূটনৈতিক বৈঠক করছেন, যেখানে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় নেতারা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছেন।

১৫ বছর পর প্রথমবারের মতো লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সিরিয়া সফর করেছেন। শনিবার (১১ জানুয়ারি) দামেস্কে আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা সিরিয়া ও লেবাননের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং নতুন কমিটি গঠনের ঘোষণা দেন। আলোচনায় সীমান্ত সমস্যা, চোরাচালান, এবং লেবাননের ব্যাংকে সিরিয়ার আমানতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।

লেবাননের নেতার সঙ্গে আলোচনার পর একইদিন ওমানের সুলতান শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল হিনাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন শারা। বৈঠকে সিরিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।

আসাদের পতনের পর থেকেই দেশটিতে বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। সম্প্রতি ইসলামিক স্টেট দামেস্কের শহরতলীতে একটি গুরুত্বপূর্ণ মাজার ধ্বংসের পরিকল্পনা করেছিল। সিরিয়ার গোয়েন্দা সংস্থা সফলভাবে এ প্রচেষ্টা নস্যাৎ করেছে এবং এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তন রাশিয়ার কৌশলগত অবস্থানের ওপর প্রভাব ফেলেছে। সিরিয়া মস্কোর জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হলেও বর্তমান পরিস্থিতি মস্কোর ভূমধ্যসাগরীয় অঞ্চলে কৌশলগত অবস্থানকে দুর্বল করেছে।

রুশ গণমাধ্যম মস্কো টাইমস জানিয়েছে, রাশিয়া এখন সিরিয়ার পরিবর্তে লিবিয়ায় কৌশলগত কেন্দ্র স্থাপনে আগ্রহী। তবে সিরিয়ার নতুন প্রশাসন রুশ সামরিক সরঞ্জাম সরানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা রাশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

সিরিয়ার নতুন প্রশাসন বিদেশি যোদ্ধাদের উচ্চপদে নিয়োগ দেয়ায় পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রদূতরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তারা সতর্ক করেছেন, এমন পদক্ষেপ নতুন প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert