"বাংলাদেশ হতে যাচ্ছে আফগানিস্তান" ড: দিলীপ নাথের বই নিয়ে আলোচকদের মতামত
- By Jamini Roy --
- 07 January, 2025
নিউইয়র্কে গত ৫ জানুয়ারি রোববার অনুষ্ঠিত ‘ইউনূস সরকারের প্রথম একশত দিন’ গ্রন্থের আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সমাবেশে বক্তারা উল্লিখিত গ্রন্থটির মাধ্যমে বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের অভিজ্ঞতা বিশ্লেষণ করেন, যেখানে বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি সামনে আনা হয়। তবে, অনেকেই আশাবাদী যে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি উন্নতির দিকে এগিয়ে যাবে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. দ্বীজেন ভট্টাচার্য সমাবেশে বক্তৃতা করে বলেন, “এতটুকু চাপানো না হলে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান ঠেকানো কঠিন হয়ে যাবে,” এবং তিনি মনে করেন যে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে বাংলাদেশ আফগানিস্তানের মত পরিস্থিতির দিকে এগিয়ে যাবে।
নিউইয়র্ক স্বাস্থ্য দফতরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ড. এম এ বাতেন উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাংলাদেশকে আফগানিস্তানের পর্যায়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে,” এবং সাবেক সরকারের নেতাদের গ্রেফতার ও নির্যাতনের কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
শিক্ষাবিদ এবং মানবাধিকার সংগঠক ড. জিতেন্দ্র রায় বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক। সেই চেতনাকে ধ্বংস করতে দেওয়া যাবে না,” এবং তিনি অভিযোগ করেন যে, মুহম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে এমন ব্যক্তিরা স্থান পেয়েছেন, যারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছেন।
গ্রন্থটির লেখক ড. দীলিপ নাথ এ সময় জানান, “বাংলাদেশে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি দেশে মৌলবাদী শক্তির উত্থানকে সমর্থন করছে।” তিনি ৩০ লাখ শহীদের রক্ত এবং দু’লাখ মা-বোনের সম্ভ্রমের কথা স্মরণ করে সবাইকে সজাগ থাকতে আহ্বান জানান।
নিউইয়র্ক সিটির কাউন্সিলওম্যান জোহনা কারমোনা বলেন, “বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশকে ইসলামিক জঙ্গিবাদের উত্থান থেকে বাঁচাতে হবে, অন্যথায় বাংলাদেশ আবার থমকে যাবে।”
এ আলোচনায় বক্তারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের করুণ অবস্থার ওপরও আলোচনা করেন। তারা অভিযোগ করেন যে, বর্তমানে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে বসতি গড়তে বাধ্য হচ্ছেন। সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ড. দীলিপ নাথের গবেষণাধর্মী গ্রন্থটির প্রশংসা করেছেন এবং দ্রুত সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসীদের মধ্যে ড. প্রদীপ কর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, ডা. মাসুদুল হাসান, সরাফ সরকার, রুপকুমার ভৌমিক, ভজন সরকার, বিষ্ণু গোপ , ইমদাদ চৌধুরী, সাখাওয়াত হোসেন চঞ্চল, রোকেয়া খাতুন, উৎপল চৌধুরী, প্রমুখ। যারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় সমঝোতার ওপর গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠান শেষে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন নিউইর্য়কের নন্দিত কণ্ঠশিল্পী কৃষ্ণা তিথি ।