Logo

আন্তর্জাতিক    >>   মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো উপসাগরের (গাল্ফ অব মেক্সিকো) নাম পরিবর্তন করে ‘গাল্ফ অব আমেরিকা’ করতে চান। ফ্লোরিডার মার-এ-লাগোতে ৭ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি এই পরিকল্পনার কথা জানান। ট্রাম্প বলেন, “আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছি। যেখানে একটি সুন্দর বলয় রয়েছে। এটি আমেরিকার প্রতিনিধিত্ব করবে।”

ট্রাম্প দীর্ঘদিন ধরেই মেক্সিকো থেকে আগত হিস্পানিক অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে তার এমন ঘোষণায় বিতর্ক সৃষ্টি হয়েছে।

প্রথম প্রেসিডেন্ট মেয়াদে মেক্সিকো থেকে আসা অভিবাসীদের ঠেকাতে সীমান্তে উঁচু দেয়াল নির্মাণ করেছিলেন ট্রাম্প। এবার আরও এক ধাপ এগিয়ে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের পরিকল্পনা করেছেন। তিনি মেক্সিকোকে "বিপজ্জনক দেশ" বলে আখ্যা দেন।

ট্রাম্প শুধু মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনেই সীমাবদ্ধ থাকেননি। তিনি সম্প্রতি পানামা খাল দখলের ইচ্ছা প্রকাশ করেন। ট্রাম্পের মতে, পানামা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করছে এবং চীনা সেনারা খালটি পরিচালনা করছে। যদিও বিশেষজ্ঞরা তার এ দাবিকে ভিত্তিহীন বলেছেন।

পানামা খাল, যা একসময় যুক্তরাষ্ট্র দ্বারা নির্মিত হয়েছিল, বর্তমানে পানামার অধীনে পরিচালিত হচ্ছে। ১৯৯৯ সালে এটি পানামার হাতে হস্তান্তর করা হয়। তবে ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক উদারতার প্রতিদানে পানামার বর্তমান আচরণ "আপত্তিকর।"

ট্রাম্প তার সম্প্রতি বিতর্কিত মন্তব্যে কানাডা এবং গ্রিনল্যান্ড নিয়েও পরিকল্পনার কথা জানান। তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার ইচ্ছা প্রকাশ করেন। এছাড়া, গ্রিনল্যান্ড কিনে নেওয়ারও প্রস্তাব দেন।

ট্রাম্পের বক্তব্যের পর পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, "পানামা খাল ও এর আশপাশের প্রতি ইঞ্চি ভূমি পানামার সার্বভৌমত্বের অংশ এবং তা চিরকাল পানামারই থাকবে।"

ট্রাম্পের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, তার বক্তব্য বাস্তবতা বিবর্জিত এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব মন্তব্য এবং পরিকল্পনা তার দ্বিতীয় মেয়াদের আগেই আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert