কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক এর সাধারণ সভা অনুষ্ঠিত
- By Jamini Roy --
- 08 January, 2025
গত ৫ই জানুয়ারি ২০২৫ রবিবার, নিউইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টের পার্টি হলে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মিয়া মোহাম্মদ দাউদ এবং সঞ্চালনা করেন হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান। স্বাগত বক্তব্যে সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, “নতুনত্বের প্রত্যাশা করছি। বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানাই।
হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান বিগত বছরের কার্যক্রমের হিসাব পেশ করেন এবং সংগঠনের স্বচ্ছতা সম্পর্কে সদস্যদের মতামত জানতে চান।বিগত বছরগুলোতে সংগঠনটি শিক্ষাক্ষেত্রে মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বন্যা পরবর্তী সাহায্য বিতরণসহ নানা মানবিক কাজে অংশগ্রহণ করেছে। এছাড়া গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে বক্তৃতা দেন অধ্যক্ষ সানাউল্লাহ, সাহিন আলম (মুরাদনগর), সালমা সুমি, তোফায়েল আহমেদ চৌধুরী, আবুল খায়ের আকন্দ, ইন্জিনিয়ার আব্দুল খালেক, এ্যাডঃ রেদোয়ানা রাজ্জাক সেতু, আবুল বাশার মিলন, রিপন সরকার এবং মিয়া মোহাম্মদ দাউদ প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযুদ্ধা ফারুক হোসাইন এবং আলহাজ্ব মোহামদ টি মোল্লা।
ইন্জিনিয়ার আব্দুল খালেক নতুন কমিটি ২০২৫-২৬ এর উদ্দেশ্যে বলেন, “সংগঠনে কুমিল্লা জেলার সুযোগ্য সন্তানদের অন্তর্ভুক্ত করা, স্বেচ্ছাসেবক সদস্য খুঁজে বের করা এবং যারা প্রয়াত তাদের জন্য দোয়া প্রার্থনা করা হবে।” তিনি আরও বলেন, “নতুন কমিটির লক্ষ্য হতে হবে কমপক্ষে ৫০টি কবরস্থান ক্রয় করা।”
সভায় সভাপতি জনাব মিয়া মোহাম্মদ দাউদ সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “২০২৫-২৬ মেয়াদে একটি সুন্দর কমিটি গঠনের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।” এছাড়া, নতুন কমিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনে সদস্য হিসেবে মনোনীত হন: ১) আবুল বাশার মিলন, ২) ইন্জিনিয়ার আব্দুল খালেক, ৩) আবুল খায়ের আকন্দ।
নির্বাচন কমিশন সদস্যদের উপস্থিতিতে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক এর ২০২৫-২৬ সালের কমিটি প্রস্তাব করেন। নির্বাচিত সভাপতি হিসেবে মনোনীত হন জনাব জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে সিরাজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক হিসেবে রিপন সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে সাহিন আলম। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রস্তাব এবং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মনির হোসেন, মাজারুল ইসলাম, সাহিন আলম, আশরাফুল ইসলাম পাপ্পু, এম এ জিন্নাহ্, কফিল আহমেদ, খোরশেদ আহমেদ, আব্দুল হক, আলী আজম বাবুল, সুমনা আহমেদ, সাখাওয়াত হোসেন সেলিম, আমানুল ইসলাম, কাজী রবিউজজামান।
মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিল ইউএসএ নিউজ ওয়ান লাইন ডট কম এবং নিউজ ২৪।