তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত ৯৫, উদ্ধারকাজ চলছে
- By Jamini Roy --
- 07 January, 2025
চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩০ জন। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ৭.১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হওয়ায় তা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া এবং রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ডিংরি কাউন্টিতে। এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত একটি এলাকা, যেখানে প্রায় ৬২ হাজার মানুষের বাস। ভূমিকম্পে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিগাৎসি শহরের কাছে অবস্থিত ধর্মগুরু পাঞ্চেন লামার বাসস্থানও ক্ষতির শিকার হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রায় ১ হাজার ৫০০ অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি ভূমিকম্প-পরবর্তী ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দেয়াল ভেঙে পড়েছে। ভূমিকম্পের পর একাধিক পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে, যার সর্বোচ্চ মাত্রা ছিল ৪.৪।
ভূমিকম্পের কম্পন নেপাল, ভারত, ভুটান এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়েছে। এটি গত পাঁচ বছরে ওই অঞ্চলে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
সিনহুয়া জানিয়েছে, ডিংরি কাউন্টির শহরতলির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের একটি দল মোতায়েন করা হয়েছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং অগ্নিনির্বাপক বাহিনী সম্মিলিতভাবে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে।
চীনা সরকার ইতোমধ্যে এই অঞ্চলের পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় পরিকল্পনা শুরু করেছে। স্থানীয় প্রশাসন জানায়, ধ্বংসযজ্ঞের পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও কিছু সময় লাগবে।