সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে ৯ জানুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণা
- By Jamini Roy --
- 30 December, 2024
বার্তা সংস্থা এএফপির বরাতে সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ২০০২ সালের শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টারের মৃত্যুতে আগামী ৯ জানুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আমেরিকান জনগণকে ওইদিন তাদের নিজ নিজ উপাসনালয়ে সমবেত হয়ে প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছেন। বাইডেন বলেন, “আমি বিশ্বের সকল মানুষকেও আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা আমাদের সঙ্গে যোগ দিয়ে গৌরবময় শোকে দুঃখ ভাগ করে নেন।”
এদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে ১০০ বছর বয়সে ২৯ ডিসেম্বর মারা যান জিমি কার্টার। তার মৃত্যু নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত সংস্থা, কার্টার সেন্টার। কার্টারের মৃত্যু দেশের জনগণের জন্য এক শোকের মুহূর্ত হিসেবে এসেছে, কারণ তিনি শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি মানবিক কর্মকাণ্ডের জন্যও পরিচিত ছিলেন।
জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার শাসনামলে দেশটি নানা আন্তর্জাতিক সংকটে জর্জরিত ছিল, তবে তিনি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগের পর তিনি মানবাধিকার, শান্তি এবং গরিবদের সহায়তার জন্য কাজ করতে শুরু করেন। তার এই মানবিক কর্মকাণ্ডের জন্য ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
কার্টারের মৃত্যুর পর বাইডেন বলেন, "জিমি কার্টার শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন আমাদের দেশের এক মহান নেতা, মানবাধিকারকর্মী এবং একজন আদর্শ প্রাক্তন প্রেসিডেন্ট, যার কাজের প্রভাব বিশ্বজুড়ে রয়েছে।"
বিশ্ববাসীসহ আমেরিকানরা এই শোকমূহুর্তে একত্রিত হয়ে প্রয়াত প্রেসিডেন্টের স্মরণে প্রার্থনা করবেন এবং তার কৃতকর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।