সামাজিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরলেন ড. মুহম্মদ ইউনূস,
- By Jamini Roy --
- 02 January, 2025
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদফতর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেছেন, "সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি"। তিনি আরও জানান, "যতটুকু ব্যক্তির সত্তা জাগ্রত হবে, ততটুকু সমাজের সমস্যা সমাধান হবে।"
এছাড়া, ড. ইউনূস সমাজ সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজসেবা শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি প্রতিটি মানুষের দায়িত্ব। "সমাজ সেবা মন্ত্রণালয়ের কাজ শুধু সবাইকে মনে করিয়ে দেওয়া, যেন তারা তাদের সামাজিক দায়িত্ব ভুলে না যায়।" তিনি বলেন, "এ দিবসটি পালনের উদ্দেশ্য হল, দেশের সকলকে এই দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া।"
ড. ইউনূস সামাজিক ব্যবসার গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, শুধু ব্যবসা নয়, "জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব।"
এছাড়া, তিনি জানালেন যে, "সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া যেন কেউ এই দায়িত্ব থেকে দূরে না সরে যায়।"
তিনি আরও বলেন, "আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই সমাজ সেবার দায়িত্ব পালন করবে।"
ড. ইউনূসের এই বক্তব্য সামাজিক দায়িত্বের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং দেশের উন্নয়নে প্রত্যেকের অংশগ্রহণের গুরুত্বকে তুলে ধরবে।