নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের ২০২৫ বর্ষ বরণ অনুষ্ঠান: সাংবাদিকদের মিলনমেলায় সম্পন্ন
- By Jamini Roy --
- 02 January, 2025
৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, নিউইয়র্কের জ্যাকশন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ বর্ষবরণ অনুষ্ঠান। ২০২৪ সালকে বিদায় জানিয়ে, ২০২৫ সালের আগমনে এক মিলনমেলায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সূচনা হয় ক্লাবের কনভেনর, মাই টিভির সাংবাদিক এবং বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মল্লিকা খান মুনা এবং সংগঠনের সদস্য মো. আরিফুর রহমানের সঞ্চালনায়। অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ, যিনি উপস্থিত সকল সাংবাদিক ও অতিথিদের আন্তরিকভাবে নতুন বছরের শুভেচ্ছা জানান।
এরপর, কনভেনর মল্লিকা খান মুনা এবং সিমা সুস্মিতা ফুল দিয়ে বরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা ও কমিউনিটির লিডার আব্দুর রশীদ বাবুকে। একইভাবে, সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ, বর্তমান সভাপতি শওকত ওসমান রচি, এবং সাবেক সাধারণ সম্পাদক মন্জুরুল হককে ফুল দিয়ে স্বাগত জানান বর্তমান সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মজুমদার।
এছাড়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দর্পন কবীর এবং অন্যান্য সাংবাদিকরা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন কমিটির সভাপতি শওকত ওসমান রচি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মজুমদার, এনামুল হক এনাম, শফিকুল ইসলাম সাকু, মল্লিকা খান মুনা, সিমা সুস্মিতা, মো. আজিজুল হক, মো. আরিফুল রহমান, মো. মাহে আলম জেমস, ওয়ালীউল আলম, খোরশেদ আলম রিংকু, তোফাজ্জল হোসেন লিটন, উত্তম কুমার সাহা, শামীম আহমেদ, কামরুল হাসানসহ আরও অনেকে।
শুভেচ্ছা পর্বের পর অনুষ্ঠানে যোগ দেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কৃষ্ণা তিথি এবং জহীর উদ্দীন লিটন। তাঁদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন ও সাংবাদিকদের নাচ-গানে অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা।এছাড়া অনুষ্ঠানে বেষ্ট কাপল হিসেবে যৌথ ভাবে জয়ী হন নন্দিত শিল্পী কৃষ্ণা তিথি, ইনি্জনিয়ার সুজিত সাহা ও প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, মুনমুন সাহা ।সবশেষে, বর্তমান সভাপতি শওকত ওসমান রচি অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে এবং ২০২৫ সালের শুভেচ্ছা প্রদান করে বর্ষবরণ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।