জার্মানিতে বর্ষবরণে আতশবাজির নিষিদ্ধ বিস্ফোরণে প্রাণহানি
- By Jamini Roy --
- 02 January, 2025
খ্রিষ্টীয় ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে গিয়ে জার্মানিতে ঘটেছে নানা দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। বর্ষবরণের রাতে দেশটির বিভিন্ন শহরে নিষিদ্ধ আতশবাজি পোড়াতে গিয়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অর্ধশতাধিক।
ওশাটস, কেমনিটজ, নর্দরাইন ভেস্টফালেন, হামবুর্গ, ব্রান্ডেনবুর্গ, এবং হ্যানোভারে এসব দুর্ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে, হাতের তৈরি আতশবাজি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।
রাজধানী বার্লিনেও বর্ষবরণে নানা দুর্ঘটনা ও সহিংসতার খবর পাওয়া গেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং প্রায় ৪০০ জনকে আটক করা হয়েছে। এছাড়া বার্লিনের ক্রয়েজবার্গ এলাকায় একটি বহুতল ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়।
বর্ষবরণের রাতে বার্লিনের বাসিন্দারা পড়েন পানির তীব্র সংকটে। নগরীর ভেডিং এলাকায় জরুরি পানির পাইপ ফেটে যাওয়ায় পুরো শহরে পানি সরবরাহ ব্যাহত হয়। পাইপ ফেটে যাওয়ার কারণে প্রধান সড়কের নিচে থাকা ট্রাম চলাচলও বন্ধ হয়ে যায়।
একজন দমকলকর্মী জানিয়েছেন, পাইপটি অনেক পুরনো হওয়ায় এটি ফেটে যেতে পারে। শহরের একজন বাসিন্দা বলেছেন, "পাইপটি ১৯২৪ সালের, তাই পুরনো হওয়ায় এমনটা ঘটতে পারে। কিন্তু নতুন বছরের প্রথম দিনেই এমন ঘটনা সত্যিই দুঃখজনক।"
এত কিছুর মধ্যেও নতুন বছরকে স্মরণীয় করে রাখতে বার্লিন শহর কর্তৃপক্ষ আয়োজন করে দূরপাল্লার ম্যারাথন। ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেট থেকে শুরু হওয়া এই ম্যারাথনে অংশ নেন সাড়ে চার হাজার প্রতিযোগী।
বর্ষবরণের রাতে জার্মানিতে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ও সমস্যাগুলো নতুন বছরের প্রথম দিনেই দেশটিকে নানা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্ঘটনা কাটিয়ে দেশবাসী নতুন বছরের দিকে আশাবাদী।