শপথ নিলেন জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি
- By Jamini Roy --
- 30 December, 2024
জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডানপন্থি পিপলস পার্টির নেতা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক তারকা ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানী তিবলিসির পার্লামেন্ট ভবনে তিনি শপথ নেন। শপথ গ্রহণের সময় দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ এবং পশ্চিমাপন্থি সাবেক প্রেসিডেন্ট সালোমে জুরাবিশফিরির পদত্যাগে অস্বীকৃতি নিয়ে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে।
সালোমে জুরাবিশফিরি শপথ গ্রহণ অনুষ্ঠানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সমর্থকদের সামনে তিনি বলেন, "আমি সরকারি বাসভবন ছাড়ছি, তবে আমিই জর্জিয়ার একমাত্র বৈধ প্রেসিডেন্ট।" কাভেলাশভিলির শপথকে "প্যারোডি" হিসেবে আখ্যা দিয়ে জুরাবিশফিরি দাবি করেন, সংসদে অনুষ্ঠিত নির্বাচন এবং কাভেলাশভিলির মনোনয়ন বৈধ নয়।
তিনি বলেন, "অক্টোবরে অনুষ্ঠিত সংসদ নির্বাচন জালিয়াতির মাধ্যমে হয়েছে, যা দেশের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করেছে।" ইউরোপীয় ইউনিয়নপন্থি এই নেত্রী নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
মিখাইল কাভেলাশভিলি, যিনি রুশপন্থি এবং পশ্চিমাবিরোধী হিসেবে পরিচিত, তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২২৪ জন। ৫৩ বছর বয়সী এই নেতা ছিলেন একমাত্র প্রার্থী। বাইবেল এবং সংবিধানে হাত রেখে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
তবে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি এবং দেশটির নির্বাচন কমিশন দাবি করেছে যে অক্টোবরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল। কাভেলাশভিলি ক্ষমতাসীন জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।
ক্যারিয়ারের শুরুর দিকে মিখাইল কাভেলাশভিলি ছিলেন একজন পেশাদার ফুটবলার। জর্জিয়ার ঐতিহ্যবাহী ক্লাব দিনামো তিবলিসি থেকে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি রাশিয়ার ক্লাব স্পারটাকে খেলেছেন। ১৯৯৫ সালে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে স্ট্রাইকার হিসেবে জনপ্রিয়তা পান।
ম্যানচেস্টার সিটির হয়ে ২৮টি ম্যাচে অংশ নিয়ে তিনি করেন তিনটি গোল। এরপর গ্রাসহোপার্স ক্লাবসহ বিভিন্ন দলে খেলে ২০০৬ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। জাতীয় দল জর্জিয়ার হয়ে ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত ৪৬টি ম্যাচে অংশ নিয়ে করেন ৯টি গোল।
ফুটবল থেকে অবসর নেওয়ার পর মিখাইল কাভেলাশভিলি রাজনীতিতে যোগ দেন। ২০১৬ সালে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০২২ সালে তিনি পিপলস পাওয়ার নামে একটি নতুন দল প্রতিষ্ঠা করেন, যা জর্জিয়ান ড্রিমের সহযোগী দল হিসেবে কাজ করে।
কাভেলাশভিলির শপথের মাধ্যমে জর্জিয়ার রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হলেও দেশটি চরম বিভক্ত। তার নেতৃত্বে জর্জিয়া রুশপন্থি অবস্থানে এগিয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে পশ্চিমাপন্থি বিরোধীরা কাভেলাশভিলির শাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।