মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর: নতুন কর্মসংস্থানের সুযোগ ঘোষণা প্রধানমন্ত্রী
- By Jamini Roy --
- 04 October, 2024
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে বাংলাদেশের শ্রমবাজারের জন্য নতুন আশার আলো জ্বালালেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম ধাপে ১৮,০০০ বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, "ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করব।"
ড. ইউনূস, তার বক্তব্যে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আগমনে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, "আমার পুরনো বন্ধু এবং বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুর আগমন আমাকে আনন্দিত করেছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং তরুণদের উন্নতির লক্ষ্যে একমত হয়েছি।"
বৈঠকে অর্থনীতি, সংস্কৃতি, রোহিঙ্গা ইস্যু এবং চতুর্থ ফ্রি ট্রেড এগ্রিমেন্টসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি ও ভিসা সহজীকরণের বিষয়ে আলোচনা করে ড. ইউনূস জানান, "আমরা মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যাপারে একমত হয়েছি।"
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আসিয়ান জোটে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, "মালয়েশিয়া এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।"
প্রায় ১১ বছর পর কোনো মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।