Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির বিশিষ্ট নেতা বিল ক্লিনটনকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) তাকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অ্যাঞ্জেল উরেনা জানান, জ্বরে আক্রান্ত হওয়ার পর সোমবার বিকেলে সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বিস্তারিত তথ্য না জানালেও তিনি বলেন,
"চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।"

এনবিসির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্লিনটনের শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় এবং দ্রুত তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে আশাবাদী চিকিৎসকেরা।

৭৮ বছর বয়সী বিল ক্লিনটন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। ২০০৪ সালে তার হৃদযন্ত্রে বড় ধরনের সমস্যা দেখা দিলে বাইপাস সার্জারি করা হয়। এরপর ২০১০ সালে তিনি আবারো হৃদরোগে আক্রান্ত হন, যার ফলে তার ধমনীতে স্টেন্ট বসানো হয়। এছাড়া রক্তের সংক্রমণসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে ২০২১ সালের অক্টোবরে তাকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হয়েছিল।

ক্লিনটনের স্কিন ক্যান্সার, অ্যালার্জি, এবং কানে কম শোনার সমস্যাও রয়েছে। চিকিৎসকেরা বারবার তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।

বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। তার সময়কালে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান আরও সুসংহত হয়।

প্রেসিডেন্টের দায়িত্ব শেষে ক্লিনটন নিউইয়র্কের ওয়েস্টচেস্টার এলাকায় বসতি গড়েন। এই ঠিকানার ভিত্তিতে তার স্ত্রী হিলারি ক্লিনটন ইউএস সিনেটর নির্বাচিত হন এবং পরে বারাক ওবামার প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০০ সালে ঢাকায় সফর করা একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিল ক্লিনটন বাংলাদেশের ইতিহাসেও একটি বিশেষ স্থান দখল করে আছেন। তার ওই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।

বিল ক্লিনটনের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে বিশ্বব্যাপী তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা উদ্বিগ্ন হলেও চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ক্লিনটনের দ্রুত আরোগ্যের জন্য সকলেই প্রার্থনা করছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert