রেলের অপব্যয়ের সমাধানে নতুন উদ্যোগ
- By Jamini Roy --
- 24 December, 2024
রেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান জানিয়ে রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, রেলের বর্তমান অবস্থার প্রধান কারণ হলো অপব্যয়। এ সমস্যা সমাধানে রেলকে সাশ্রয়ী হতে হবে এবং যেখানে যাত্রী বেশি থাকবে, সেখানেই রেল থামানো হবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, "আমাদের রেলের ব্যয় আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। এ খরচ কমাতে হবে। রেলের আয় দিয়েই একে চলতে হবে। সাশ্রয়ী ব্যয়-নীতি অনুসরণ করতে হবে।"
তিনি আরও জানান, দেশের রেলপথের কার্যক্রম বাণিজ্যিকভাবে পরিচালিত হলে অর্থনৈতিক চাপ অনেকাংশে কমবে। এ লক্ষ্যে রেলপথগুলোতে যাত্রীদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন রুটে দুটি ট্রেন চালু করা হয়েছে—‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ‘রূপসী বাংলা এক্সপ্রেস’। এই ট্রেন দুটি ঢাকা-খুলনা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে।
ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ রাখা হয়েছে সোমবার। সপ্তাহের বাকি ছয় দিন প্রতিদিন দিনে দুবার ট্রেনগুলো চলাচল করবে।
ট্রেনের সময়সূচি
-
জাহানাবাদ এক্সপ্রেস:
- খুলনা থেকে ছাড়বে সকাল ৬টায় এবং ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে।
- ফিরতি যাত্রায় ঢাকায় রাত ৮টায় ছাড়বে এবং খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।
-
রূপসী বাংলা এক্সপ্রেস:
- ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং বেনাপোলে পৌঁছাবে দুপুর ২টা ৩০ মিনিটে।
- ফিরতি যাত্রায় বেনাপোল থেকে ছাড়বে দুপুর ৩টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
নতুন রেলপথ চালুর মাধ্যমে যাত্রীদের সেবা আরও উন্নত ও সহজ করার পরিকল্পনা করছে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনগুলোতে সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা আরও বলেন, “দেশের মানুষের যাতায়াত সহজ করতে রেলপথের সেবা বাড়ানোর পাশাপাশি অপব্যয় কমানো জরুরি।”
রেলের এই উদ্যোগ যাত্রীদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।