নাগরিক সংবর্ধনায় সম্মানিত সায়েক এম রহমান
- By Jamini Roy --
- 24 December, 2024
যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান সায়েক এম রহমানকে এক নাগরিক সংবর্ধনায় সম্মানিত করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজনে তোপখানা রোডে অবস্থিত বৈশাখী রেস্তোরাঁয় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং ‘২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন সৈয়দ শাহজাদা ওমর ফারুক পীরসাহেব।
সংগঠনের নেতারা ফুল দিয়ে সায়েক এম রহমানকে বরণ করে নেন। তার লেখা “অবরুদ্ধ বাংলাদেশ” বইটি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায়। বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিরা এবং এটি সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার হাতে তুলে দেন লেখক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নজরুল ইসলাম তামেজী, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এস এম ইউনুস আলী রবি, বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার এবং আরও অনেকে।
প্রধান অতিথি অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জল তার বক্তব্যে বলেন, “বিদেশে থেকেও সায়েক এম রহমানের মতো দেশপ্রেমিকরা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের অবদানের কারণে আমরা ফ্যাসিবাদকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। তবে এখনও ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাদের রুখে দিতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম মনির, কবি শাহানা সুলতানা, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক মো. আজগর হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
বিকেলে এক বিশেষ ভিডিও কলের মাধ্যমে ভোলা জেলা জাতীয় মানবাধিকার সমিতির নতুন অফিস উদ্বোধন করেন মো. মঞ্জুর হোসেন ঈসা। অনুষ্ঠানে ভোলা জেলা মানবাধিকার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় উপদেষ্টা সেলিম আহমেদসহ সবাইকে অভিনন্দন জানানো হয়।
এই নাগরিক সংবর্ধনা সায়েক এম রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। তার লেখা ও গবেষণা দেশ ও সমাজের উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।