Logo

রাজনীতি    >>   বিএনপির সংস্কার কমিটি গঠন: নতুন দিকনির্দেশনা ও প্রত্যাশা

বিএনপির সংস্কার কমিটি গঠন: নতুন দিকনির্দেশনা ও প্রত্যাশা

বিএনপির সংস্কার কমিটি গঠন: নতুন দিকনির্দেশনা ও প্রত্যাশা

বিএনপি সংবিধানসহ প্রাতিষ্ঠানিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের ছয়টি কমিশনের আলোকে ছায়া সংস্কার কমিটি গঠন করেছে। গত মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিএনপির সূত্রে জানা গেছে, শিগগিরই কমিটিকে সংস্কার প্রস্তাব প্রস্তুত করতে বলা হবে।

স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে গঠিত পৃথক ছায়া কমিটিগুলোর মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেন। তবে কে কোন কমিশনের দায়িত্বে রয়েছেন, তা এখনও নিশ্চিত হয়নি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে দলীয়ভাবে এ বিষয়ে জানানো হবে বলে সূত্র জানিয়েছে।

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন সংক্রান্ত ছয়টি কমিশন গঠন করেছে। এসব কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বদিউল আলম মজুমদার (নির্বাচনব্যবস্থা), সফর রাজ হোসেন (পুলিশ), বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান (বিচার বিভাগ), ইফতেখারুজ্জামান (দুর্নীতি দমন), আবদুল মুয়ীদ চৌধুরী (জনপ্রশাসন) এবং অধ্যাপক আলী রীয়াজ (সংবিধান)।

১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert