ইজরায়েলের নিশানায় খামেনেই: যোগ্য জবাবের অপেক্ষায় ইরান
- By Jamini Roy --
- 03 October, 2024
ইজরায়েল ঘোষণা করেছে, "সব সীমা ছাড়িয়ে গিয়েছে ইরান," এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে ইরান তাদের বিরুদ্ধে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে নিশ্চুপ বসে থাকবে না। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এক বিবৃতিতে জানানো হয়েছে যে ইরানের কর্মকাণ্ডের যথাযোগ্য 'জবাব' পাবে তারা, এবং পরবর্তী লক্ষ্য হতে পারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।
গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লা প্যালেস্টাইনের গোষ্ঠী হামাসের সমর্থনে ইজরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে থাকে। সম্প্রতি, ইজরায়েল হিজবুল্লার বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং একের পর এক তাদের ঘাঁটি ধ্বংস করেছে।
গতকাল, ইরান দিনভর ইজরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে তেহরান দাবি করেছে তারা তেল আবিবের কাছে তিনটি সামরিক ঘাঁটিকে নিশানা করেছে। এছাড়াও, ইজরায়েলি বিমানঘাঁটি এবং গুপ্তচর সংস্থা মোসাদের অফিসেও হামলা চালানো হয়। ইরানের 'ইসলামিক রেভোলিউশনারি গার্ড' দাবি করেছে যে তাদের ছোড়া ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র নিশানায় গিয়ে পড়েছে, তবে ইজরায়েলি কর্তৃপক্ষ জানায় যে তাদের আয়রন ডোম বেশির ভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে।
ইরান ইজরায়েলের আগ্রাসনের জবাব দিতে হামলার কারণ হিসেবে জানায়, জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়েকে হত্যা করেছিল ইজরায়েল, যা তাদের সার্বভৌমত্বের উপর হামলা ছিল।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান বলেন, “এটি ইজরায়েলি আগ্রাসনের জবাব।” অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করেছেন যে ইরান "বড় ভুল" করেছে এবং এর মূল্য দিতে হবে।
এদিকে, লেবাননে স্থল অভিযানের সময় ইজরায়েলের ৮ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে ক্যাপ্টেন স্তরের অফিসার ইটান ইতজাক ওস্টার। হিজবুল্লা জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি গ্রামে তাদের সঙ্গে সংঘর্ষ চলছে ইজরায়েলি সেনার।