রুশ সেনারা সিরিয়ায় ঘাঁটি থেকে সরছে না
- By Jamini Roy --
- 15 December, 2024
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের সাথে রাশিয়ার সুসম্পর্ক বজায় ছিল। তবে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ার সামরিক অবস্থানের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, রাশিয়া সিরিয়ার উত্তরাঞ্চল এবং আলাওয়াইত পর্বতমালার নিরাপত্তাচৌকিগুলো থেকে সেনা প্রত্যাহার করছে, কিন্তু লাতাকিয়া ও তারতুসের প্রধান ঘাঁটি অপরিবর্তিত থাকবে।
রয়টার্সের প্রতিবেদনে চারজন সিরীয় কর্মকর্তা সূত্রে জানা যায়, রাশিয়া সম্মুখ সারির সৈন্য এবং ভারী সরঞ্জাম সরিয়ে নিচ্ছে, তবে সিরিয়ার দুটি প্রধান ঘাঁটি - হামেইমিম বিমানঘাঁটি এবং তারতুস নৌঘাঁটি - অপরিবর্তিত থাকবে। সম্প্রতি স্যাটেলাইটে ধারণ করা ভিডিও ফুটেজে হামেইমিম ঘাঁটিতে অন্তত দুটি আন্তোনভ এএন-১২৪এস মালবাহী উড়োজাহাজ দেখা গেছে, যা রাশিয়ার সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয়। রুশ সেনাদের সঙ্গে যোগাযোগে থাকা এক জ্যেষ্ঠ সিরীয় সেনা কর্মকর্তা বলেন, "এই পর্যায়ে রাশিয়া ওই ঘাঁটি থেকে সেনাদের সরানোর কোনো পরিকল্পনা নেই।"
তবে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি নিয়ে দেশটির নতুন অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে ঘাঁটি নিয়ে আলোচনার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান এক জ্যেষ্ঠ বিদ্রোহী কর্মকর্তা। মস্কো জানিয়েছে, তারা সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে আলোচনা করছে এবং এই বিষয়টি তাদের আলোচনার অংশ হতে পারে।