সিউলে ইওলের অভিশংসনে উল্লসিত জনতা
- By Jamini Roy --
- 15 December, 2024
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনের পর শনিবার (১৪ ডিসেম্বর) সিউলের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি অভিশস্ত হন। এরপর রাস্তায় বেরিয়ে আসে উল্লসিত জনতার ঢল।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সু দায়িত্ব গ্রহণের পর বলেন, 'রাষ্ট্র শাসন ব্যবস্থায় কোনো ধরনের শূন্যতা থাকবে না।' তিনি তার মন্ত্রিসভাকে যুক্তরাষ্ট্র, জাপান ও অন্যান্য মিত্র দেশের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, 'দক্ষিণ কোরিয়া গণতন্ত্রের স্থিতিস্থাপকতা দেখিয়েছে।' তিনি যোগ করেন, 'নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।’ ইউন সুক ইওল অভিশংসিত হওয়ার পর এক বিবৃতিতে জানান, 'তিনি সাময়িকভাবে রাজনীতি ছাড়ছেন, তবে তার দেশের জন্য তার অবদান কখনই থামবে না।'
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারির পর থেকে শুরু হওয়া বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পিছু হটেন ইউন সুক ইওল।