Logo

রাজনীতি    >>   গাজীপুর-ঢাকার যাতায়াতে চালু হলো নতুন কমিউটার ট্রেন

গাজীপুর-ঢাকার যাতায়াতে চালু হলো নতুন কমিউটার ট্রেন

গাজীপুর-ঢাকার যাতায়াতে চালু হলো নতুন কমিউটার ট্রেন

রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরের যাতায়াত সহজ করতে চালু হয়েছে চার জোড়া নতুন কমিউটার ট্রেন। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রেনগুলোর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের ডিজি আফজাল হোসেন, এবং গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন। ফাওজুল কবির খান বলেন, “গাজীপুর থেকে ঢাকায় স্বল্প সময়ে যাতায়াতের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজয় দিবসের প্রাক্কালে এই ট্রেন চালু করে আমরা জনগণকে উপহার দিতে পেরে গর্বিত।”

তিনি আরও বলেন, “স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে যাতায়াতের খরচ কমাতে এই কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এর মাধ্যমে গাজীপুর থেকে ঢাকার দূরত্ব কেবল সময়ের হিসাবেই নয়, আর্থিকভাবেও কমবে।”

নতুন চালু হওয়া ট্রেনগুলো হলো:

  1. তুরাগ কমিউটার-১
  2. তুরাগ কমিউটার-২
  3. তুরাগ কমিউটার-৩
  4. তুরাগ কমিউটার-৪
  5. জয়দেবপুর কমিউটার-১
  6. জয়দেবপুর কমিউটার-২
  7. জয়দেবপুর কমিউটার-৩
  8. জয়দেবপুর কমিউটার-৪

প্রতিদিনের সময়সূচি:

  • তুরাগ কমিউটার-২ জয়দেবপুর থেকে ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এটি তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামে।
  • তুরাগ কমিউটার-৪ রাত সোয়া ১২টায় জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
  • জয়দেবপুর কমিউটার-২ সকাল ৭টা ১০ মিনিটে ও জয়দেবপুর কমিউটার-৪ দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ঢাকা থেকে বিকেল ৫টায় তুরাগ কমিউটার-১ ও বিকেল ৫টা ২৫ মিনিটে জয়দেবপুর কমিউটার-১ জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যায়। তুরাগ কমিউটার-৩ বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশে রওনা হয়।

উদ্বোধনী বক্তৃতায় রেল উপদেষ্টা জানান, খুব শিগগিরই ঢাকা-নরসিংদী এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও নতুন কমিউটার ট্রেন চালু করা হবে। এর মাধ্যমে আশপাশের জেলাগুলোর মানুষের যাতায়াত আরও সহজতর হবে।

নতুন ট্রেন চালুর খবরে গাজীপুরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। স্থানীয়রা বলছেন, এই ট্রেন তাদের দৈনন্দিন যাতায়াতে নতুন গতি আনবে। এক যাত্রী বলেন, “আমাদের সময় ও খরচ দুই-ই কমে যাবে। এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

উদ্বোধনের পরপরই উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত কমিউটার ট্রেনে যাত্রা করেন।

নতুন কমিউটার ট্রেন চালুর ফলে গাজীপুর ও ঢাকার মধ্যে যাতায়াত যেমন সহজ হয়েছে, তেমনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ভ্রমণের সুযোগ সৃষ্টি হয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert