Logo

রাজনীতি    >>   ফ্যাসিবাদের দোসরদের কঠোর হুঁশিয়ারি: আবদুল হান্নান মাসউদ

ফ্যাসিবাদের দোসরদের কঠোর হুঁশিয়ারি: আবদুল হান্নান মাসউদ

ফ্যাসিবাদের দোসরদের কঠোর হুঁশিয়ারি: আবদুল হান্নান মাসউদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফ্যাসিবাদের দোসরদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক মাহফিলে তিনি বলেন, "যারা ফ্যাসিবাদের দোসরদের আশ্রয় দিচ্ছে, তাদের পরিণাম শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে।"

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে। এদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে, যারা একসময় নিজেদের অপ্রতিরোধ্য ভাবত, কিন্তু ক্ষমতা হারিয়ে সবাইকে পালাতে হয়েছে।

হান্নান মাসউদ ভারতের আধিপত্যবাদ বিরোধী বক্তব্যও দেন। তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে এদেশের জনগণ হিন্দু-মুসলমান সম্প্রীতির ঐতিহ্যে দাঙ্গা লাগানোর চেষ্টাকে সফল হতে দেবে না।

তিনি বলেন, এদেশ শহীদ তিতুমীর, জিয়াউর রহমান ও অন্যান্য স্বাধীনতাপ্রেমী নেতার দেশ। এখানকার মানুষ সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে যেমন প্রস্তুত, তেমনই প্রয়োজনে জীবন কেড়েও নিতে পারে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert