শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির শ্রদ্ধা
- By Jamini Roy --
- 13 December, 2024
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে দেশপ্রেমে শাহাদত বরণকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, “শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় ইতিহাসে একটি মর্মস্পর্শী ও শোকাবহ দিন। ১৯৭১ সালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ বুদ্ধিজীবীরা নিপীড়িত হয়েছিলেন, যারা একটি গণতান্ত্রিক, শোষণমুক্ত রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। তারা ন্যায়বিচার, সমৃদ্ধ এবং মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু স্বাধীনতার মাত্র কয়েকদিন পরই অগণতান্ত্রিক শক্তি রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করতে শুরু করে। স্বাধীনতার চেতনা ধূলিসাৎ করে দেয় তারা।”
তিনি বলেন, “আজ আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর জন্য প্রয়োজন আইনশাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমতের রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জন্য অনুপ্রেরণা, আমরা তাদের স্বপ্নের বাস্তবায়নের পথে একসাথে কাজ করবো।”
তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশবাসীকে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।