Logo

আন্তর্জাতিক    >>   আসাদকে রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব

আসাদকে রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব

আসাদকে রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব

গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী। এই পরিস্থিতিতে ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালান। ক্রেমলিন জানিয়েছে, তাকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তবে তার পরবর্তী পরিকল্পনা এখনো স্পষ্ট নয়।

রুশ সংসদের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য দিমিত্রি কুজনেতসভ জানিয়েছেন, আসাদকে ইউক্রেন থেকে দখলে নেয়া মারিউপোল শহরে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “বাশার আল-আসাদ এবং তার পরিবার যুদ্ধে বিধ্বস্ত দনবাসের একটি এলাকার হিতৈষী হতে পারেন এবং মারিউপোলের পুনর্গঠিত বাড়িতে স্থানান্তরিত হতে পারেন।”

এর আগে আরেক রুশ আইনপ্রণেতা এলেক্সি ঝুরাভলিওভ আসাদকে রুশ নাগরিকত্ব দেয়ার দাবি করেছেন। তার যুক্তি, আসাদ রাশিয়ার জন্য যথেষ্ট করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দামেস্কে এইচটিএস-নেতৃত্বাধীন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert