Logo

আন্তর্জাতিক    >>   আরবিআই এবং দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি

আরবিআই এবং দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি

আরবিআই এবং দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, বিকেলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইটে একটি রুশ ভাষায় লেখা ই-মেইল পাঠিয়ে কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি আরবিআই-এর বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো এই ধরনের হুমকি। ই-মেইলটি পাঠানো হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ একটি মামলা দায়ের করেছে। মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। এর আগে, গত ১৬ নভেম্বর আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল।

এদিকে, দিল্লিতে কয়েকটি স্কুলে ফের বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। এ হুমকি ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। শুক্রবার, দিল্লির অন্তত ৬টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়, যার মধ্যে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল এবং ক্যামব্রিজ স্কুলও অন্তর্ভুক্ত রয়েছে। এ হুমকির পর স্কুলগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার জন্য স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের শিক্ষার্থীদের আজ স্কুলে না পাঠানোর অনুরোধ করে।

আগের সপ্তাহে, ৯ ডিসেম্বর দিল্লির ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। পুলিশকে সাথে সাথে বিষয়টি অবহিত করা হয়েছিল। দিল্লির স্কুলগুলোর ওপর এই বোমা হামলার হুমকি উদ্বেগজনকভাবে বাড়ছে এবং সরকার ও পুলিশ তাৎক্ষণিকভাবে এ নিয়ে তদন্ত শুরু করেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert