শব্দদূষণ আইন শিগগির গেজেট আকারে প্রকাশ হবে: রিজওয়ানা হাসান
- By Jamini Roy --
- 13 December, 2024
শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন।
রিজওয়ানা হাসান বলেন, “শব্দদূষণ আমাদের স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের উদ্যোগ অত্যন্ত জরুরি। আইনটি গেজেট আকারে প্রকাশ হলে শব্দদূষণ রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, “রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের আকাশে যে মেঘ জমেছিল, দুদেশের স্বার্থে সেই মেঘ সরানো হয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের ইতিহাসকে কখনো অস্বীকার করা যাবে না।”
তিনি আরও বলেন, “কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে পারস্পরিক বোঝাপড়া এবং আস্থার ভিত্তিতে কাজ করতে হবে। দীর্ঘমেয়াদে এ সম্পর্কই উভয় দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।”
রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও বক্তব্য দেন রিজওয়ানা হাসান। তিনি প্রশ্ন তোলেন, “রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, তবে গত ৫৩ বছরে কেন এ সংস্কার হয়নি? রাজনৈতিক দলগুলোকে এ প্রশ্নের উত্তর দিতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, “দেশের টেকসই উন্নয়ন এবং জনকল্যাণে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাদের এমন কার্যকরী ভূমিকা নিতে হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে।”
শব্দদূষণ বিষয়ে বিশেষজ্ঞদের মতে, এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। নতুন আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে তাঁদের শব্দদূষণ সম্পর্কিত জ্ঞান এবং দায়িত্বশীলতা বাড়ানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ, এবং পরিবেশকর্মীরা। তারা বলেন, “শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে।”