আইসিস ঘাঁটিতে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র
- By Jamini Roy --
- 09 December, 2024
যুক্তরাষ্ট্র সিরিয়ার অভ্যন্তরে ৭৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) এই হামলা করা হয় জঙ্গি গোষ্ঠী আইসিস-এর ঘাঁটি লক্ষ্য করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, “আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদের যেকোনও শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমেরিকা সে সম্পর্কে অবহিত। আমেরিকা কখনওই তা হতে দেবে না।”
বাইডেন বলেন, “মার্কিন সেনাবাহিনী রবিবার তার নির্দেশেই সিরিয়ার অভ্যন্তরে আইসিস ঘাঁটিগুলোতে বিমান হামলা চালিয়েছে।” উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব সিরিয়ায় ৯০০ মার্কিন সৈন্য মোতায়েন করা রয়েছে যারা আইসিসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এই হামলা সংঘটিত হয়, যা সিরিয়ার জনগণের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে বাইডেন মন্তব্য করেন।
এদিকে, সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে ইসরায়েল রবিবার গোলান মালভূমি দখল করে নিয়েছে। ১৯৭৪ সালে সিরিয়া-ইসরায়েল চুক্তি অনুযায়ী, এই মালভূমি ইসরায়েল থেকে দূরে রাখা হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ‘‘কোনও শত্রু শক্তিকে আমরা নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেব না। সিরিয়ার সঙ্গে গোলান নিয়ে যে চুক্তি হয়েছিল, তা সেখানকার সরকার পড়েও যাওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে গিয়েছে।”
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাশার আল-আসাদ সিরিয়ার মসনদে ছিলেন। তার পরিবার প্রায় ছয় দশক ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এবং পরবর্তী সময়ে দেশটি বহুবার রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী থাকে। গত ২৭ নভেম্বর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) দামেস্কে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং ধীরে ধীরে তারা রাজধানী দখল করে নেয়। রবিবার যখন বিদ্রোহী গোষ্ঠী রাজধানীতে ঢুকে পড়ে, তখন পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।