সিরিয়া ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের জন্য রাশিয়ার অনুরোধ
- By Jamini Roy --
- 09 December, 2024
জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কির তথ্য মতে, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে রাশিয়া। বিদ্রোহীদের সফল অভিযানের ফলে মাত্র ১২ দিনের মধ্যেই আসাদের দুই দশকের শাসনের অবসান ঘটে। বর্তমানে তিনি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়ে মস্কোতে অবস্থান করছেন।
বিদ্রোহীরা গত রোববার সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের ঘোষণা দিলে আসাদ প্রেসিডেন্ট ভবন ছেড়ে পালান। তার পরিবারসহ তিনি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যক্তিগত বিমানে করে রাশিয়া পৌঁছান। রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তি জানায়, মানবিক দিক বিবেচনায় তাকে আশ্রয় দেওয়া হয়েছে।
রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি পলিয়ানস্কি জানিয়েছেন, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনায় গোলান মালভূমির পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে। বর্তমানে ইসরায়েল এই অঞ্চলের একটি নিরস্ত্রীকরণ এলাকা দখলে রেখেছে।
বিদ্রোহীদের অভিযান এবং আসাদের সরকারের পতন মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। সিরিয়ায় দুই যুগের স্বৈরশাসনের সমাপ্তি শুধু দেশটির অভ্যন্তরীন রাজনীতিতে নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কেও গভীর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বাশার আল-আসাদের শাসনামলে দেশটির মানবাধিকার লঙ্ঘন এবং দমন-পীড়নের ইতিহাস বিদ্রোহীদের জন্য সহায়ক হয়েছে। বিদ্রোহীরা এই সাফল্য অর্জনের মধ্য দিয়ে সিরিয়ার দীর্ঘদিনের একনায়কতন্ত্রের অবসান ঘটায়।
আসাদের পরিবার ৫৩ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। তার বাবা হাফিজ আল-আসাদ ২৯ বছর শাসনের পর বাশার ক্ষমতায় বসেন। বিদ্রোহী অভিযান সিরিয়ার জনগণের জন্য মুক্তির বার্তা বহন করলেও এর পরবর্তী পরিস্থিতি নিয়ে এখনই স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।
জাতিসংঘের জরুরি বৈঠক থেকে নতুন কোনো সমাধান বেরিয়ে আসতে পারে কিনা, তা নিয়ে কূটনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে। বর্তমান পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোও সতর্ক রয়েছে।