সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বহনকারী বিমান কি বিধ্বস্ত হয়েছে?
- By Jamini Roy --
- 08 December, 2024
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পালানোর সময় তার বিমান বিধ্বস্ত হয়েছে বলে গুঞ্জন উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি হঠাৎ দিক পরিবর্তন করে। এরপর থেকে এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনায় অনেকেই আশঙ্কা করছেন, বিমানটি বিধ্বস্ত হতে পারে।
সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা। এই পরিস্থিতিতে বাশার আল-আসাদ প্রেসিডেন্টের বাসভবন ছেড়ে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে তিনি একটি বিমানে করে দেশত্যাগ করেন। তবে তার গন্তব্য সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
বিদ্রোহীদের বিমানবন্দর দখলের কিছুক্ষণ আগেই ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশে একটি বিমানের উড্ডয়ন রেকর্ড করেন। ফ্লাইটটি ৯২১৮ নম্বর দিয়ে চিহ্নিত করা হয় এবং এটিই দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া সর্বশেষ বিমান ছিল। ধারণা করা হচ্ছে, ওই ফ্লাইটেই ছিলেন বাশার আল-আসাদ।
ফ্লাইট ট্র্যাকারদের তথ্যে জানা গেছে, বিমানটি প্রথমে পূর্বদিকে উড়ে যায় এবং পরে উত্তরদিকে মোড় নেয়। এটি হোমস শহরের আকাশে প্রদক্ষিণ করার সময় রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকেই বিমানটির ভাগ্য নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
দুই সিরীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, বিদ্রোহীদের হামলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ করে ফ্লাইটপথ গোপন করা হয়েছে।
এই ঘটনার পর সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ও আসাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ এখন পর্যন্ত বাশার আল-আসাদের অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।