গোলাম রাব্বানীর ফেসবুক পোস্টে জামায়াত নেতাদের প্রশংসা
- By Jamini Roy --
- 07 December, 2024
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে বলেছেন, “আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর চর্চায় জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে।” তিনি বলেন, “একই নীতি ও আদর্শে বিশ্বাস করে নিজ দলের নেতাকর্মীদের ‘বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য’ হিসেবে গ্রহণ করা, সংকটে আন্তরিকতা ও সাধ্যের সর্বোচ্চ দিয়ে পাশে থাকা, রাজনৈতিক গুণাবলির মধ্যে অন্যতম।”
গোলাম রাব্বানী মন্তব্য করেন, “জামায়াত তাদের নেতাকর্মীদের বিভিন্ন সুবিধা প্রদান, শিক্ষা সহায়তা, কর্মসংস্থানের সুযোগ, চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদানসহ বহু ক্ষেত্রে সহযোগিতা করে। এই বিষয়গুলো তাদের নেতাকর্মীদের মধ্যে গর্ব এবং আত্মবিশ্বাস জাগায়। যদিও অনেক বিতর্ক ও সমালোচনা রয়েছে, জামায়াতের আদর্শে বিশ্বাসীরা কঠিন সময়ে তাদের দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।”
তিনি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, “বর্তমান সংকটকালীন সময়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী নেতৃত্বের শুভবুদ্ধি জাগ্রত হোক। দ্রুততম সময়ে দলীয় ফান্ড গঠন করে, সচ্ছল নেতাদের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।”
গোলাম রাব্বানীর মন্তব্যে জামায়াতের আদর্শিক সহায়তা ও আওয়ামী লীগের তৎকালীন নেতৃত্বের পার্থক্যের বিষয়ে আলোচনার নতুন দিক উন্মোচিত হয়েছে। তাঁর মতে, আদর্শিক সহায়তা প্রদানে জামায়াত নেতাকর্মীরা অনেক এগিয়ে থাকলেও আওয়ামী লীগ ও অন্যান্য দলের উচিত একই উদ্যোগ গ্রহণ করা।