বাংলাদেশের সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি
- By Jamini Roy --
- 07 December, 2024
আগামী ৯ ডিসেম্বর, সোমবার, বাংলাদেশের রাজধানী ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সফরের বিষয়টি নিশ্চিত করেন। সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ও কৌশলগত সম্পর্ক জোরদার করা।
রণধীর জয়সওয়াল জানান, এই সফরের অন্যতম প্রধান কর্মসূচি হবে এফওসি (ফরেন অফিস কনসালটেশন) বৈঠক। এই বৈঠকটি সম্পূর্ণ কাঠামোগত বা ‘স্ট্রাকচার্ড’ পদ্ধতিতে পরিচালিত হবে, যেখানে দুই দেশের পররাষ্ট্রসচিব পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তবে এই বৈঠকের বাইরেও ভারতের পররাষ্ট্র সচিবের অন্যদের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে, যা এখনও চূড়ান্ত করা হচ্ছে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এটাই ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক হবে কি না, তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দিতে রাজি হননি জয়সওয়াল। তবে ধারণা করা হচ্ছে, সফরকালে ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে পররাষ্ট্র সচিবের একাধিক বৈঠক হতে পারে।
যদিও এই সফরের আগেও দুই দেশের তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে এই উচ্চপর্যায়ের বৈঠক ভারত ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এফওসি বৈঠকে সীমান্ত, পানি বণ্টন, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, এবং পরিবেশ বিষয়ক আলোচনা অগ্রাধিকার পাবে বলে মনে করা হচ্ছে।
এ ধরনের বৈঠক দুই দেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন বিরোধপূর্ণ ইস্যু সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।