Logo

আন্তর্জাতিক    >>   ডোনাল্ড ট্রাম্প চীনে রাষ্ট্রদূত হিসেবে ডেভিড পার্ডিউকে মনোনীত করেছেন

ডোনাল্ড ট্রাম্প চীনে রাষ্ট্রদূত হিসেবে ডেভিড পার্ডিউকে মনোনীত করেছেন

ডোনাল্ড ট্রাম্প চীনে রাষ্ট্রদূত হিসেবে ডেভিড পার্ডিউকে মনোনীত করেছেন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক সিনেটর ডেভিড পার্ডিউকে চীনে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তার নাম ঘোষণা করেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ‘‘এই অঞ্চলে শান্তি বজায় রাখতে আমার কৌশল বাস্তবায়নে ও চীনা নেতাদের সঙ্গে কার্যকর ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সহায়ক হবেন ডেভিড পার্ডিউ।’’

২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজের মসনদে বসবেন ট্রাম্প। তবে, নির্বাচনী প্রচারণার সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি, এবং তার পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি সতর্ক করে বলেছেন, চীনের পক্ষ থেকে অত্যন্ত আসক্তিযুক্ত মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে কোনও পদক্ষেপ না নিলে, চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।

ডেভিড পার্ডিউ ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন সিনেটে রিপাবলিকান দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার রাষ্ট্রদূত মনোনীত হওয়া চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মার্কিন প্রশাসনের আরও শক্তিশালী অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert