ভারতকে কঠোর ভাষায় সতর্ক করলেন রুহুল কবির রিজভী
- By Jamini Roy --
- 06 December, 2024
বাংলাদেশের নবাব শাসিত এলাকা, বিশেষ করে বিহার ও উড়িষ্যা সম্পর্কে ভারতের মালিকানা দাবি করলে বাংলাদেশের জনগণ এর বিরুদ্ধে সোচ্চার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েমের চেষ্টা করছে ভারত, আর এই কারণেই শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশটি বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় গুলশান ২ নম্বর গোলচত্বরে (হোটেল ওয়েস্টিনের বিপরীতে) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘‘বাংলাদেশের বিভিন্ন এলাকা নিয়ে সম্প্রতি ভারতের রিপাবলিক টিভি যেসব বক্তব্য প্রচার করছে, যদি সেগুলো ভারতের আসল বক্তব্য হয়ে থাকে, তবে আগামীতে বিহার-উড়িষ্যা ও বাংলাদেশে নবাব শাসিত এলাকা নিয়ে মালিকানা দাবি করলে, বাংলাদেশি জনগণ এতে প্রতিবাদ করবে।’’
রিজভী আরো বলেন, ‘‘ভারত যদি তাদের আধিপত্যবাদের আচরণ পরিবর্তন না করে, তবে বাংলাদেশের জনগণ তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করবে কিনা, সে বিষয়টিও পুনরায় ভাবা হবে।’’
বিএনপির এই নেতা ভারতকে সতর্ক করে বলেন, ‘‘বাংলাদেশের জনগণ নিজের ভূখণ্ড ও স্বাধীনতার প্রতি দৃঢ়প্রতিজ্ঞ। তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কোনও হুমকি গ্রহণ করা হবে না।’’ তিনি আরও যোগ করেন, ‘‘ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করে, তবে ভবিষ্যতে উক্ত দেশটির সঙ্গে কোনো ধরনের অর্থনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশের জনগণের মনোভাব বদলে যাবে।’’
রিজভীর এ বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটি নতুন দিক উন্মোচন করে, যেখানে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।