বর্তমানে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তৃপ্তি দিমরি। তবে ছবিটির প্রথম গান ‘মেরে মেহবুব’ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
গানটির একটি নাচের দৃশ্যকে কেন্দ্র করে দর্শকের মধ্যে আপত্তি উঠেছে। মেঝেতে শুয়ে নাচের ভঙ্গি দেখে অনেকেই তৃপ্তিকে ট্রল করেছেন এবং নৃত্য পরিচালক গণেশ আচার্যকেও কটাক্ষ করেছেন। অনেক দর্শক মনে করছেন, গানটিতে তৃপ্তিকে অযাচিতভাবে উপস্থাপন করা হয়েছে।
এই সমালোচনা নিয়ে কথা বলতে গিয়ে তৃপ্তি বলেন, “সমালোচনা কিন্তু সবার ক্ষেত্রেই ঘটে। কিছু বিষয় থাকে যা মানুষ পছন্দ করে না। তবে এর মানে এই নয় যে আমরা পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করবো বা আমাদের কাজের প্রতি মনোযোগী হবো না। সামনে তাকিয়ে যেতে হবে এবং যা পছন্দ করি, তা চালিয়ে যেতে হবে। যদি ভাবি, মানুষ কীভাবে গ্রহণ করবে, তাহলে আমার কাজের গুণগত মান ধরে রাখা কঠিন হয়ে যাবে।”
সমালোচনার পরও তৃপ্তি ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। একের পর এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি, যা তার অভিনয়জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।