Logo

রাজনীতি    >>   ক্ষমতা হস্তান্তর ও নির্বাচনী সংস্কারের জন্য জামায়াত নেতার মন্তব্য

ক্ষমতা হস্তান্তর ও নির্বাচনী সংস্কারের জন্য জামায়াত নেতার মন্তব্য

ক্ষমতা হস্তান্তর ও নির্বাচনী সংস্কারের জন্য জামায়াত নেতার মন্তব্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ। তিনি বলেন, ‘‘নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এজন্য জামায়াত ৪১ দফা প্রস্তাব দিয়েছে। এখন সময় এসেছে, অন্তর্বর্তী সরকার তত দ্রুত সম্ভব এই সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন আয়োজন করুক।’’

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা শহরের রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত এক কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের বড় শত্রু। বিগত সরকার নির্বাচনে ডাকাতি করেছে, দিনের ভোট রাতের মধ্যে হয়ে গেছে। ২০২৪ সালে তারা ডামি নির্বাচন করেছে, নিজেদের মধ্যেই নির্বাচন আয়োজন করে প্রহসন করেছে।’’ জামায়াত নেতা এইসব ঘটনাকে ‘চুরি-ডাকাতি’ বলে আখ্যায়িত করে সরকারের সমালোচনা করেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ‘‘আওয়ামী লীগ সরকারের ভুলের জন্য তওবা করতে হবে।’’ তিনি সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করার জন্য কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনার প্রস্তাব দেন এবং বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত দেশ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হবে, ততক্ষণ প্রকৃত বিজয় সম্ভব নয়।’’ তিনি মানবিক মুক্তির জন্য ইসলামি বিধান প্রতিষ্ঠার আহ্বান জানান। জামায়াত নেতা মন্তব্য করেন, ‘‘মানব রচিত মতবাদ আর নয়, ইসলামী বিধানে দেশ পরিচালনার পথ প্রসারিত করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘যদি কোরআন ও হাদিসের বিধান সমাজে কায়েম হয়, তাহলে মানুষ আর মানব রচিত বিধানের দিকে পা বাড়াবে না।’’ জামায়াতের আন্দোলন এই লক্ষ্যেই চলছে এবং তার মতে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার মাধ্যমে দেশে সুষ্ঠু শাসন প্রতিষ্ঠিত করা সম্ভব।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert