Logo

আন্তর্জাতিক    >>   প্রথমবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রথমবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রথমবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

প্রথমবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ৫২ বছর বয়সি প্রিয়াঙ্কা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে লোকসভায় শপথ নেন। শপথের সময় তিনি হাতে সংবিধানের একটি সংস্করণ ধরে শপথবাক্য পাঠ করেন, ঠিক যেমন তার ভাই রাহুল গান্ধী করেছিলেন। এই শপথের মাধ্যমে গান্ধী পরিবারের তিন সদস্যই সংসদের সদস্য হলেন, যাদের মধ্যে রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধীও রয়েছেন।

প্রিয়াঙ্কা গান্ধীর শপথগ্রহণের সময় লোকসভার স্পিকার ওম বিড়লা এবং অন্যান্য সাংসদরা উপস্থিত ছিলেন। এই বিশেষ মুহূর্তে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভডরা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও উপস্থিত ছিলেন, যারা শপথ অনুষ্ঠানের সাক্ষী ছিলেন।

চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী দুটি আসনে লড়াই করেন এবং দুটিতেই জয় পান। রাহুল গান্ধী ওয়েনাড় আসনে জয়লাভ করেন, আর প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে জয়ী হন। তবে, প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড় আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করতে সম্মত হন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন সিপিআইয়ের সত্যান মোকেরি এবং বিজেপির নভ্যা হরিদাস।

গত ১৩ নভেম্বর, একাধিক রাজ্যের বিধানসভার পাশাপাশি ওয়েনাড় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ নভেম্বর সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়, এবং দুপুরের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী বিশাল ব্যবধানে জয়লাভ করবেন, তা স্পষ্ট হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড় উপনির্বাচনে ৪ লাখ ১০ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে জয় অর্জন করেছেন। এ ভোটের হার ছিল ৬৫ শতাংশ, যদিও গত সাধারণ নির্বাচনের তুলনায় ভোটার উপস্থিতি ৯ শতাংশ কম ছিল।

প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে অভিষেক অনেক আগে থেকেই হয়েছিল, বহু নির্বাচনী প্রচারে তাকে দেখা গিয়েছিল, তবে আগে কখনও নির্বাচনে লড়াই করেননি তিনি। এই নির্বাচনে জয়লাভের পর সংসদ সদস্য হিসেবে তার প্রথম শপথগ্রহণ ছিল এক বিশেষ মাইলফলক, যা কংগ্রেসের জন্য একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert