Logo

খেলাধুলা    >>   প্রথম দিন রিশভ পন্ত ইতিহাস গড়লেন

প্রথম দিন রিশভ পন্ত ইতিহাস গড়লেন

প্রথম দিন রিশভ পন্ত ইতিহাস গড়লেন

২০২৫ সালে শুরু হতে যাওয়া আইপিএলের জন্য রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে দুই দিনব্যাপী মেগা নিলাম। প্রথম দিনই নাটকীয়তার শীর্ষে পৌঁছায় নিলাম, যেখানে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্ত ২৭ কোটি রুপিতে ইতিহাস গড়েন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাকে দলে ভেড়ায়।

রিশভ পন্তকে কেনা নিয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শেষ পর্যন্ত আরটিএম কার্ড ব্যবহার না করায় দিল্লি পন্তকে ছাড়তে বাধ্য হয়। এর আগে, পাঞ্জাব কিংস ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়েছিল, যা তখন পর্যন্ত নিলামের সর্বোচ্চ দাম ছিল।

প্রথম দিনের নিলামে অবিক্রীত থেকে সবাইকে অবাক করেছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। এছাড়া অভিজ্ঞ স্পিনার পিযুশ চাওলা, ব্যাটার আনমলপ্রীত সিং এবং অলরাউন্ডার উতকার্শ সিং-সহ ১২ জন খেলোয়াড় দল পাননি।

প্রথম দিনের শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থা নিম্নরূপ:

দল অবশিষ্ট টাকা (কোটি রুপি) খেলোয়াড় বাকি বিদেশি খেলোয়াড় বাকি
চেন্নাই ১৫.৬০ ১৩
দিল্লি ১৩.৮০ ১২
গুজরাট ১৭.৫০ ১১
কলকাতা ১০.০৫ ১২
লক্ষ্ণৌ ১৪.৮৫ ১৩
মুম্বাই ২৬.১০ ১৬
পাঞ্জাব ২২.৫০ ১৩
রাজস্থান ১৭.৩৫ ১৪
বেঙ্গালুরু ৩০.৬৫ ১৬
হায়দরাবাদ ৫.১৫ ১২

 

প্রথম দিনে নিলামে তোলা হয়েছিল ৮৪ জন খেলোয়াড়কে, যাদের মধ্যে ১২ জন অবিক্রীত ছিলেন। সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে রিশভ পন্ত ছাড়াও উল্লেখযোগ্য দামে বিক্রি হয়েছেন শ্রেয়াস আইয়ার (২৬.৭৫ কোটি) ও ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি)।

আজ (২৫ নভেম্বর) নিলামের দ্বিতীয় দিনে আরও ৪৯৩ জন ক্রিকেটারের নাম উঠবে। এদের মধ্যে বাংলাদেশের ১২ জন খেলোয়াড়ও রয়েছেন। প্রথম দিন টাইগারদের কাউকে তোলা হয়নি।

আইপিএল ২০২৫-এর মেগা নিলামের প্রথম দিন দেখিয়েছে ক্রিকেট বাজারে তারকাদের চাহিদা কতটা তুঙ্গে। দ্বিতীয় দিনেও আরও অনেক চমক আসতে পারে বলে আশা করা যাচ্ছে। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert