পার্থ টেস্টে দারুণ লড়াই
- By Jamini Roy --
- 22 November, 2024
পার্থে প্রথম টেস্টের প্রথম দিনটিতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে দুই দল। দিনের শুরুতে জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে ভারত গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। কিন্তু সেই দাপটকে ছাপিয়ে যায় ভারতের বোলিং আক্রমণ। বুমরাহ ও সিরাজের দুর্দান্ত স্পেলে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে চরম চাপে পড়ে।
শুক্রবার (২২ নভেম্বর) প্রথম দিনে ভারতের দেওয়া ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দেখে ব্যাটিং বিপর্যয়। দিনের শেষ সময় পর্যন্ত তারা তুলেছে মাত্র ৬৭ রান। তবে এর মধ্যেই হারিয়েছে ৭টি গুরুত্বপূর্ণ উইকেট। স্বাগতিকরা এখনো ৮৩ রানে পিছিয়ে রয়েছে।
বুমরাহ একাই ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। তাকে দুর্দান্ত সঙ্গ দেন মোহাম্মদ সিরাজ, যিনি নিয়েছেন ২টি উইকেট। দিনের অন্য উইকেটটি দখল করেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয় শুরু হয় ইনিংসের শুরু থেকেই। ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজার উইকেট হারানোর পর দলের চাপ বাড়তে থাকে। মিডল অর্ডারে স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের মতো ব্যাটসম্যানরাও দ্রুত প্যাভিলিয়নে ফেরত যান। ভারতীয় বোলারদের সুসংবদ্ধ আক্রমণে স্বাগতিকরা পুরো দিন জুড়ে ছন্নছাড়া হয়ে পড়ে।
পার্থ টেস্টের দ্বিতীয় দিনে দুই দলই ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। ভারতের লক্ষ্য থাকবে অস্ট্রেলিয়ার বাকি তিন উইকেট দ্রুত তুলে নেওয়া। অন্যদিকে অজিদের ব্যাটসম্যানরা রান বাড়িয়ে লিড নেওয়ার দিকে নজর রাখবে। দিন শেষে, পার্থে বোলারদের দাপট দেখে এক রোমাঞ্চকর টেস্ট ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে।