Logo

আন্তর্জাতিক    >>   ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী পদে ধনকুবের হওয়ার্ড লাটনিক মনোনীত

ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী পদে ধনকুবের হওয়ার্ড লাটনিক মনোনীত

ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী পদে ধনকুবের হওয়ার্ড লাটনিক মনোনীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের বাণিজ্যমন্ত্রী পদে ধনকুবের ও অভিজ্ঞ বিনিয়োগকারীর জন্য পরিচিত হওয়ার্ড লাটনিককে মনোনয়ন দিয়েছেন। লাটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান নির্বাহী এবং ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি-সংক্রান্ত দলের কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প লাটনিকের ভূয়সী প্রশংসা করে বলেন, “লাটনিক ওয়াল স্ট্রিটে ৩০ বছরেরও বেশি সময় ধরে দুর্দান্ত কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক খাতকে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও জানান, লাটনিক বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে তিনি যুক্তরাষ্ট্রের রাজস্ব এবং বাণিজ্যিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন। এ ছাড়া তিনি বাণিজ্য প্রতিনিধি দপ্তরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। উল্লেখযোগ্যভাবে, বাণিজ্যমন্ত্রীর দায়িত্বের মধ্যে বৃহত্তর ব্যবসায়িক সম্প্রদায় এবং প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সরাসরি সংযোগ রাখাটাও অন্তর্ভুক্ত।

ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন বর্তমান বাণিজ্য নীতি আরও জোরালো করার পরিকল্পনা করছে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মার্কিন বাণিজ্য বিভাগ কোয়ান্টাম কম্পিউটিং এবং সেমিকন্ডাক্টর উত্পাদনের জন্য যন্ত্রাংশ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছিল।

ট্রাম্প প্রশাসনের লক্ষ্য চীনের ওপর বাণিজ্য শুল্ক আরও বৃদ্ধি করা। রিপাবলিকানদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল সব আমদানি পণ্যে ১০ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ এবং বিশেষভাবে চীন থেকে আমদানি করা পণ্যে ৬০ শতাংশ শুল্ক আরোপ। ওয়াশিংটনের মতে, চীন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

হওয়ার্ড লাটনিক একজন অভিজ্ঞ বিনিয়োগকারী এবং মার্কিন কর্পোরেট জগতের সুপরিচিত ব্যক্তি। তিনি ক্যানটর ফিতজগেরাল্ডে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এবং ওয়াল স্ট্রিটে তার অভিজ্ঞতা তাকে ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

লাটনিকের এই পদে দায়িত্ব নেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নীতি এবং অর্থনৈতিক কৌশল পুনর্বিন্যাসের সম্ভাবনা আরও জোরালো হবে। বাণিজ্যিক নীতিতে পরিবর্তনের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ার পাশাপাশি চীনসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্কেও নতুন মাত্রা যোগ হবে বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে হওয়ার্ড লাটনিকের মনোনয়ন তার ভবিষ্যৎ বাণিজ্যিক নীতির দিক নির্দেশনা স্পষ্ট করছে। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনৈতিক অঙ্গনে কী প্রভাব ফেলবে, তা এখন সময়ের অপেক্ষা।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert