সংস্কার বা ঐকমত্যে রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে
- By Jamini Roy --
- 20 November, 2024
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি সম্পূর্ণরূপে রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সঙ্গে আলোচনায় তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, তবে এখনই নির্বাচন দেওয়া হবে।"
ড. ইউনূস আরও উল্লেখ করেন, "সংস্কার ও নির্বাচন একান্তই রাজনৈতিক ঐকমত্যের বিষয়। জনগণের সরাসরি মতামত নেওয়া দরকার হলে গণভোটের আয়োজন করতে হবে।" তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তই নির্বাচন ও সংস্কারের সময়সীমা নির্ধারণ করবে।
জাতীয় নির্বাচন কবে হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি তারা সংস্কার চায় না, তবে এখনই নির্বাচন দিয়ে দেবো।" তার মতে, অন্তর্বর্তী সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না; বরং প্রশাসন নির্বাচন ও সংস্কার প্রক্রিয়াকে সহজতর করতে কাজ করছে।
ড. ইউনূস নির্বাচনের রোডম্যাপ নিয়ে বলেন, সরকার দুটি পথে কাজ করছে। একদিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, অন্যদিকে সংস্কারের কাজ। তিনি জানান, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।
অধ্যাপক ইউনূস বলেন, "রাজনৈতিক দলগুলো যদি বলে, সংস্কারের দরকার নেই, তবে নির্বাচনের আয়োজন করব। কিন্তু সংস্কার করলে তা সম্পন্ন হতে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।" তিনি মনে করেন, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যেতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য অর্জন না হলে প্রতিবেদন কোনো কাজে আসবে না।
সংস্কারের সময়সীমা নিয়ে তিনি জানান, আগামী জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারলে নির্বাচন আয়োজন সম্ভব হবে। তবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত একমত হবে, তা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে উপস্থাপিত হচ্ছে, তা নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, তিনি এ বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু নির্যাতনের যেসব অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান।
ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরও ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হবে না বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়ার সময় উভয়দল তার প্রতি সমর্থন জানিয়েছিল।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতে, জাতীয় নির্বাচন ও সংস্কারের অগ্রগতি পুরোপুরি রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এ বিষয়ে তিনি বলেন, "যদি রাজনৈতিক দলগুলো বলে, এখনই নির্বাচন দিন, আমরা তাতে বাধা দেবো না।"