Logo

রাজনীতি    >>   কামরুল ইসলাম গ্রেফতার, ৮ দিনের রিমান্ড

কামরুল ইসলাম গ্রেফতার, ৮ দিনের রিমান্ড

কামরুল ইসলাম গ্রেফতার, ৮ দিনের রিমান্ড

সাবেক খাদ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলামকে সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, কামরুল ইসলামকে আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হন। মিছিলের উসকানিতে গুলিবর্ষণের ঘটনায় ওয়াদুদ ঘটনাস্থলে মারা যান। তার আত্মীয় আবদুর রহমান বাদী হয়ে ২১ আগস্ট নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন।

রিমান্ড শুনানিতে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন জানানো হয়। কামরুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি কোনো অপরাধ করিনি।” তবে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় নিম্নমানের গম আমদানি এবং দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম ও তার পরিবারের নামে-বেনামে দেশে-বিদেশে অনেক অবৈধ সম্পদ রয়েছে।

দুদকের অনুসন্ধানে প্রাপ্ত সম্পদগুলোর মধ্যে রয়েছে—রাজধানীর আজগর লেনে একটি চারতলা বাড়ি, মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট, মিরপুর হাউজিং এস্টেটে চার কাঠা জমি এবং নিউ টাউনে দশ কাঠা জমি। তার দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে।

দুদক আরও জানায়, কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালীন নিয়োগে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। এছাড়া, খাদ্যমন্ত্রী হিসেবে ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম কামরুল ইসলাম, যিনি হত্যার মামলার পাশাপাশি দুর্নীতির অভিযোগেও তদন্তের আওতায় রয়েছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert