Logo

সাহিত্য সংস্কৃতি    >>   দিনাজপুরের কান্তজীর মন্দিরে শুরু হলো মাসব্যাপী রাস মেলা

দিনাজপুরের কান্তজীর মন্দিরে শুরু হলো মাসব্যাপী রাস মেলা

দিনাজপুরের কান্তজীর মন্দিরে শুরু হলো মাসব্যাপী রাস মেলা

দিনাজপুরে গতকাল রাত থেকে শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা। আজ সকাল থেকেই কান্তজীর মন্দির প্রাঙ্গণে লক্ষাধিক মানুষের ঢল নামতে দেখা গেছে। প্রতি বছরই দিনাজপুরের এই রাস মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর দর্শনার্থী আকৃষ্ট করে। এটি একটি ২৭০ বছরের পুরনো মেলা, যার ইতিহাসও ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

গত ১৩ নভেম্বর সকালে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে কান্তজীর বিগ্রহ কান্তনগর মন্দিরে নিয়ে আসা হয়। দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট জানান, কান্তজীর বিগ্রহ নিয়ে যাওয়ার ঐতিহ্য ২৭০ বছরের পুরনো, যা ১৭২২ সালে দিনাজপুর রাজবংশের রাজা প্রাণনাথের আমলে শুরু হয়। তার পোষ্যপুত্র রামনাথ ১৭৫২ সালে কান্তনগর মন্দিরের কাজ শেষ করেন এবং তখন থেকেই কান্তজীউ বিগ্রহ প্রায় সাড়ে আট মাস কান্তনগর মন্দিরে এবং সাড়ে তিন মাস দিনাজপুর রাজবাড়ি মন্দিরে অবস্থান করে।

জন্মাষ্টমীর দুই দিন আগে, ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় কান্তজীউ বিগ্রহ দিনাজপুরে আনা হয়। এরপর কান্তনগর ঘাট থেকে সাধুর ঘাট পর্যন্ত ২৬টি ঘাটে ভেসে চলতে থাকে বিগ্রহ বহনকারী নৌকা। পূজা-অর্চনা শেষে কান্তজীউ বিগ্রহ রাজবাড়ির মন্দিরে স্থাপন করা হয়, যেখানে প্রায় সাড়ে তিন মাস অবস্থান শেষে রাসপূর্ণিমার দুই দিন আগে বিগ্রহ আবার কান্তনগর মন্দিরে নিয়ে যাওয়া হয়।

এবারও দেশের নানা স্থান থেকে হাজার হাজার দর্শনার্থী এই মেলাটি উপভোগ করতে উপস্থিত হয়েছেন। মেলার আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষা করতে সেনাবাহিনী, পুলিশ এবং সিভিল পোশাকধারী ডিবি পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন। তারা মন্দিরে প্রবেশের আগে দর্শনার্থীদের গেটে চেক করে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শনার্থীরা জানান, তারা এই মেলার জন্য প্রতি বছর অপেক্ষা করেন এবং মেলাটি তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert