কোটা আন্দোলন নিয়ে আরব আমিরাতে বিক্ষোভ, বিক্ষোভকারীদের কারাদণ্ডসহ বাংলাদেশীদের ভিসা বন্ধ
- By Anton Nag --
- 24 July, 2024
বাংলাদেশীদের জন্য সাময়িকভাবে ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে এটি সুনির্দিষ্টভাবে কর্মীদের জন্য নাকি সব বাংলাদেশী নাগরিকের জন্য, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দিতে পারেননি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সংশ্লিষ্টরা।
বণিক বার্তা পত্রিকার ``বাংলাদেশীদের ভিসা বন্ধ করল আরব আমিরাত" শিরোনামের খবরে এমনটা বলা হয়েছে।
দেশী-বিদেশী বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া ঘটনাবলির পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশীরা।
ওই বিক্ষোভের দায়ে সোমবার ৫৭জন বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ইউএই সরকার। এর একদিন পরই গতকাল বাংলাদেশীদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের ঘোষণা দিল দেশটি।
প্রসঙ্গত, আরব আমিরাতে বিক্ষোভের দায়ে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশীর মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া, ৫৩ বাংলাদেশীর ১০ বছর করে এবং একজনের ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।খবর বিবিসির
The Middle East country United Arab Emirates (UAE) has temporarily stopped issuing visas for Bangladeshis. However, the Ministry of Expatriate Welfare and Foreign Employment could not give any clear information about whether it is specifically for workers or for all Bangladeshi citizens. This has been said in the news titled ``UAE has stopped the visas of Bangladeshis'' in Banik Barta newspaper. According to information published in various domestic and foreign media, in view of the events that happened in the quota reform movement in Bangladesh, expatriate Bangladeshis protested on various roads in the United Arab Emirates last Friday. The UAE government sentenced 57 Bangladeshis to various terms of imprisonment on Monday due to that protest. A day after this, yesterday, the country announced a temporary suspension of visas for Bangladeshis. Incidentally, three of the 57 Bangladeshis jailed for protesting in the UAE have been sentenced to life imprisonment. In addition, 53 Bangladeshis have been sentenced to 10 years and one to 11 years. BBC news